লগইন রেজিস্ট্রেশন

সময় এর মুল্য

লিখেছেন: ' হাফিজ' @ সোমবার, জানুয়ারি ১, ২০১৮ (৭:৫৪ পূর্বাহ্ণ)

এক বাদশাহ তার কর্মচারীকে খেজুর সংগ্রহ করার জন্য নির্দেশ দিল। বাদশাহর অনেকগুলো বাগান আছে। পরপর বাগানগুলো অবস্হিত। এক বাগানের মধ্য দিয়ে অন্য বাগানে যেতে হয়। কিন্তু নিয়ম হোলো, কোনো বাগানে প্রবেশের পর আগের বাগানে যাওয়া যায় না।
কর্মচারীটি ১ম বাগানে প্রবেশ করল এবং বাগানের সৌন্দর্যে অভিভূত হয়ে গেলো। কিছু খেজুর সংগ্রহ করার পর দ্বিতীয় বাগানে গেলো, এবং দেখলো যে আগের বাগানের চেয়ে এই বাগানের খেজুর আরো উত্তম। তাই সে পূর্বের খেজুরগুলো ফেলে দিলো এবং চিন্তা করল সামনের বাগানের খেজুর হয়ত এর চেয়েও উত্তম হবে। এইভাবে সে বাগানের অন্যান্য সৌন্দর্যে বিভোর হয়ে গেলো এবং একটার পর একটা বাগান অতিক্রম করতে লাগলো।

হঠাৎ একটি বাগানে প্রবেশ করে দেখলো সেখানে কোনো খেজুর নেই। আরো আফসোসের কথা হোলো এরপর কোনো বাগানও নেই। এবং পূর্বের বাগানেও প্রবেশ করা যাবে না। সে আফসোস করতে লাগলো এবং বাদশাহর জন্য কোনো খেজুর সংগ্রহ করতে পারলো না। তার বার বার মনে হতে লাগলো কেনো সে আগেই খেজুর সংগ্রহ করে রাখেনি।

প্রতিটি বাগান হোলো একটি দিন। খেজুর হোলো তার আমল। শেষ বাগানটি হোলো তার জীবনের শেষ দিন। এভাবে আশা’য় আশা’য় আমাদের দিন গুলো শেষ হয়ে যায়। প্রতি মুহুর্তে আমরা চিন্তা করি আগামীকাল ইবাদত করবে। এমনভাবে আমাদের মৃত্যুর সময় এসে যায়।

হজরত ইমাম গাজ্জালী (রঃ) আমলের গুরুত্ব বুঝানোর জন্য উপরের উপমাটি কোনো এক বইয়ে উল্লেখ করেছেন।

“হে মানুষ, তুমি কয়েকদিনের সমষ্টি ছাড়া আর কিছু নও। যখন কোন একটি দিন চলে যায় তখন এর সাথে তোমার একটি অংশও চলে যায়।”
— হাসান বসরী (রহঃ)

কোন একজন মনিষী বলেছিলেন, “হে বেক্তি তুমি হয়ত হাসি তামাশায় মত্ত কিন্ত এমনও হতে পারে তোমাকে দাফন করার জন্য যে কাপড় সেটা দোকানে এসে গেছে” ।
প্রতিনিয়ত নতুন বছর আসছে যার অর্থ হলো আমাদের জীবন থেকে ১টি বছর চলে গেছে। হতে পারে এ বছরই আমাদের জীবনের শেষ বছর।

হারিয়ে গেছে অনেক কিছু
সকাল থেকে রাত
হারিয়ে গেছে পাশাপাশি
আঁকড়ে ধরা হাত
হারিয়ে গেছে প্রথম প্রেমে
টুকরো হওয়া মন
চলতে চলতে হারিয়ে গেছে
বন্ধু কতজন।

আসুন নিজে হারিয়ে যাবার আগে প্রতিজ্ঞা করি এবছর নামাজ আর কাযা করবো না। আল্লাহ এবং রসূলের ভালোবাসা একটু হলেও হৃদয়ে স্থান করে নিবো ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২২৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)