একজন ইহুদি পন্ডিত জায়েদ বিন সানা
লিখেছেন: ' হাফিজ' @ বৃহস্পতিবার, মে ৩১, ২০১৮ (১১:১৪ অপরাহ্ণ)
জায়েদ বিন সানা একজন ইহুদি পন্ডিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم) তার থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। একবার সে এসে টাকা আদায়ের জন্য খুবই খারাপ ব্যবহার করতে লাগলো। এক পর্যায়ে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم) এর গায়ে জড়ানো পবিত্র চাদর মোবারক ধরে সজোরে টান দিলেন এবং বললেন আব্দুল মোত্তালিবের বংশধর হয়েও তুমি পাওনা আদায় করছো না।
হজরত ওমর (রাঃ) তাকে ধমক দিলেন অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم) মৃদু হেসে বললেন “হে ওমর আমরা উভয়ে তোমার থেকে এর বিপরীত ব্যবহার আশা করেছিলাম”। অর্থাৎ এ ব্যাক্তির পাওনাটা খারাপ ব্যবহার না করে তুমি উত্তম ভাবে আদায় করে দিতে পারতে। আর ইহুদিকে বললেন এখনো ও তোমার পাওনা আদায় করার ৩ দিন সময় বাকি আছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم) ওমর (রাঃ) কে বললেন “হে ওমর তার পাওনা আদায় করে দাও এবং তুমি যেহেতু তার সাথে খারাপ ব্যবহার করেছ তাই এর জরিমানা স্বরূপ ২০ সা খেজুর বেশি দিয়ে দাও।”
এখানে চিন্তা করার বিষয় পাওনা পরিশোধ করার ৩ দিন বাকি ছিল এরপরেও সেই ইহুদি পন্ডিত যখন চাদর ধরে টান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم) কিছুই না বলে মৃদু হাসলেন।
তখন জায়েদ বিন সানা বললেন- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম (صَلَّى اللّٰهُ عَلَيْهِ وَسَلَّم) এর পবিত্র মুখমণ্ডলে নবুওয়াতের সমস্ত আলামত অবলোকন করেছিলাম। কিন্তু দুটি বিষয় আমি পরীক্ষা করতে পারিনি যেটা আমি তাওরাতে পড়েছি। প্রথম বিষয় হলো “তার সহিষ্ণুতা অধৈর্যের উপর প্রবল আকার ধারণ করবে।” অপরটি হচ্ছে “কঠিন অত্যাচার জুলুম নির্যাতন তার ধৈর্য ও সহিষ্ণুতাকে বাড়িয়ে দিবে”। আজকে আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি শুধুমাত্র তাওরাতে যে লেখা আছে সেটা সঠিক কিনা সেটা পরীক্ষা করার জন্য। হ্যা আজ আমি দেখলাম কথাটা সত্য । আজই আমি ইসলাম গ্রহণ করলাম।