লগইন রেজিস্ট্রেশন

ইসলাম গ্রহন করার চমকপ্রদ কাহিনী – ডাক্তার গ্রিন

লিখেছেন: ' হাফিজ' @ শুক্রবার, মে ৩১, ২০১৯ (১:১০ পূর্বাহ্ণ)

ইসলাম গ্রহন করার চমকপ্রদ কাহিনী – ১
ডাক্তার গ্রিন ফ্রান্সের একজন প্রখ্যাত চিকিতসক এবং একজন সফল পার্লামেন্ট সদস্য ছিলেন। তিনি ইসলাম গ্রহন করার পর মিসরের সাংবাদিক মাহমুদ তার সাক্ষাতকার নেন। সেই সাক্ষাতকার এর উল্লেখযোগ্য অংশ নিম্নরুপ:

প্রশ্ন: কেনো আপনি ইসলামের প্রতি আকর্ষন অনুভব করলেন ? আপনার ইসলাম গ্রহন করার পেছনে কি কারন আছে ?

উত্তর: আল কুরআনের একটি আয়াত

প্রশ্ন: ইসলাম গ্রহনের পূর্বে আপনি কি কোনো মুসলমান আলেমের নিকট কুরআন শিক্ষা করেছেন ?

উত্তর: না করিনি , ইসলাম গ্রহন করার কারন হোলো .. আমার জীবনের অধিকাংশ সময় সমুদ্রে অতিবাহিত হয়েছে ..। হঠাত এক সামুদ্রিক সফরে কেউ একজন আমাকে কোরআন শরীফের একটি ফার্সি অনুবাদ পড়তে দেয়। অনুবাদটি খুলে পড়তে যেয়েই আমি নিম্নলিখিত আয়াতের প্রতি আমার দৃষ্টি নিবদ্ধ হয়। আয়াতটি হলো সুরা নুর এর ৪০ নং আয়াত যেখানে সামুদ্রিক ঝড়ের একটি মনোগ্গ বর্ননা আছে ..

أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ (40 ( সুরা নুর ৪০ )

(অবিশ্বাসীদের কর্মকান্ড) প্রমত্ত সমুদ্রের বুকে গভীর অন্ধকারের ন্যায়, যাকে উদ্বেলিত করে তরংগের পর তরংগ, যার উপর ঘন কালো মেঘ রয়েছে। অন্ধকার কে আচ্ছন্ন করে অন্ধকার ( এমতাবস্হায় সমুদ্রে নিমজ্জিত ব্যাক্তি পানির ভিতর ) থেকে যখন হাত বের করে , তখন সে ( হাতটি ) একেবারেই দেখতে পায় না। আল্লাহ তাআলা যাকে জ্যোতি প্রদান করেন না, তার কোনো জ্যোতি নাই।

আমি প্রথমে মনে করেছিলাম মুসলমানদের নবী হয়তো সারাজীবন সামুদ্রিক সফর করেছে এবং সেই অভিগ্গতার আলোকে উনি সমুদ্রের ঝড়ের বর্ননা করেছেন।

কিন্তু এই আয়াত এবং তার অনুবাদটি পড়ার যখন জানতে পারলাম হযরত মুহম্মদ ( সা: ) প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিত ছিলেন না এবং তিনি ছিলেন উম্মী । তাছাড়া জীবনে কোনোদিন তিনি কোনো সামুদ্রিক সফরও করেননি। এরপর আমার অন্তরচক্ষু খুলে গেলো । আমি একথা অনুধাবন করলাম যে, এটা ( আয়াতে বর্নিত আহবান ) মুহম্মদের ( সা) নিজের আহবান নয়। বরং এটা হচ্ছে মহান আল্লাহ তাআলার বানী। অবশেষে আমি সাগ্রহে ইসলাম গ্রহন করলাম।

সুত্র: বই: কেনো মুসলমান হলাম প্রকাশনী: কুরআন হাদীস রিসার্চ সেন্টার

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬৯ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৩.০০)