লগইন রেজিস্ট্রেশন

একজন জার্মান নাগরিক এবং মালয়েশিয়ার ইসলামিক কনফারেন্স

লিখেছেন: ' হাফিজ' @ শুক্রবার, মে ৩১, ২০১৯ (১:১৪ পূর্বাহ্ণ)

এবার মালয়েশিয়ায় একটি ইসলামিক কনফারেন্সে একজন জার্মান নাগরিকের সাথে পরিচয় হলো। সে CONVERTED মুসলিম। তুরস্কে একজন ইসলামিক স্কলার তাকে মালয়েশিয়ার এই ইসলামিক প্রোগ্রামে দাওয়াত করেছিল। ভারত, পাকিস্তান, মালয়েশিয়ার দেওবন্দের আলেমদের সমন্বয়ে এই ইসলামিক কনফারেন্স এর আয়োজন করা হয়েছে। জার্মান নাগরিকের বয়স আনুমানিক ৩০। জার্মানে মুসলিমদের সাথে ক্রমান্নয়ে আলাপ আলোচনার এক পর্যায়ে সে আগ্রহী হয়ে ইসলাম গ্রহণ করেন । তবে দুঃখজনক হলো তার পরিবারের কেউ ইসলাম গ্রহণ করেনি।

কথা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলাম “জার্মানের বিখ্যাত সাহিত্যিক রেমার্ক এর বই তুমি পড়েছো কিনা?” আমার প্রশ্নে সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বললো – “তুমি তাকে চেনো কিভাবে?”
আমি বললাম “তার কিছু বই বাংলায় অনুবাদ হয়েছে। অনুবাদ সাহিত্যের মাধ্যমে তার সাথে পরিচয়। তার বিখ্যাত উপন্যাস All quiet on the western front এর মুভি হয়েছে। এছাড়া স্বপ্ন-মৃত্যু-ভালোবাসা, Three comrades, The Road Back এগুলো প্রতিটি অসাধারণ উপন্যাস। আমাদের স্কুল লাইফ এ সে খুবই পছন্দের লেখক ছিল।”
সে বললো “আমার খুবই পছন্দের লেখক রেমার্ক এবং জার্মানে সে অসাধারণ জনপ্রিয়। আমার ভাই তার উপন্যাস আরো বেশি পড়েছে। তবে জার্মানের একজন সাহিত্যিক এর লেখা বাংলাদেশের কেউ পড়েছে এটা জেনে আমি খুবই আশ্চর্য হচ্ছি।” কথাটা সে দুবার বললো এবং তার চেহারায় আশ্চৰ্য হবার ভাবটা এখনো যেন আমার চোখে ভাসছে।
রেমার্ক বিশসাহিত্যে এক অনবদ্য নাম। যুদ্ধের উপন্যাসে সে অদ্বিতিয়। হিটলার তার বই ব্যান করে দেয় এবং তাকে দেশ ত্যাগে বাধ্য করে। শেষ জীবন আমেরিকাতে কাটান এবং সেখানেই এক হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তার মৃত্যু হয়।
জার্মান এই তরুণটির নাম হাসান। তার সাথে ইমেইল এক্সচেঞ্জ করলাম, সে খুব খুশি হলো। তাকে আরো বললাম যে রেমার্কের একটি উপন্যাসে মুসলিমদের নিয়ে কিছু কমেন্ট আছে। সে আন্তরিকভাবে বললো সেই উপন্যাস সে পড়েনি।

মালয়েশিয়া
৯/০৫/২০১৮

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৫২ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)