মেডিটেশন
লিখেছেন: ' হাফিজ' @ রবিবার, ডিসেম্বর ২৯, ২০১৯ (৯:৪১ পূর্বাহ্ণ)
শরীরের যেমন ব্যায়াম আছে ঠিক তেমনি মনের ও ব্যায়াম আছে। যেটাকে সায়েন্টিস্ট রা মেডিটেশন নাম দিয়েছেন। শুধুমাত্র ধ্যান করলে সমস্যা নেই যদি সেটার সাথে ইসলাম অসমর্থিত আকিদার সংমিশ্রণ না ঘটে।
এখানে উল্লেখ্য যে “কোয়ান্টম মেডিটেশন” থেকে শুরু করে মাইন্ড পাওয়ার সংক্রান্ত সমস্ত বই এ একটি বিষয় উল্লেখ করে থাকে যেটা স্পষ্টত শরীয়ত বিরোধী।
ধ্যানের শুরুতে সবাইকে এভাবে কল্পনা করতে হয়, যার সারাংশ মোটামুটি এমন:
“আমি যেমন চিন্তা করি আমি ঠিক তেমনিই, অথবা আমি যদি ভাবি পরবর্তী বছর আমি কোটিপতি হবো তাহলে ঠিক পরবর্তী বছর আমি কোটিপতি হয়ে যাবো”
কোয়ান্টম এর শহীদ আল বোখারী থেকে শুরু করে মোটিভেশনাল স্পিকার, রাইটার Bryan ট্রেসি, জন সি Maxwell, নেপোলিয়ন হিল এরা সবাই এই বিষয়টিকে খুব জোড় দিয়ে থাকেন এবং কম-বেশি এভাবে বলে থাকেন।
এখানে যারা মুসলমান তাদের অবশ্যই “ইনশাল্লাহ” শব্দটা যোগ করতে হবে। বাকিটুকু বলতে কোনো সমস্যা নেই।