ইনসাফ পূর্নবন্টন ও মানবতা (repost)
লিখেছেন: ' হাফিজ' @ শনিবার, মে ১৫, ২০১০ (১০:০২ পূর্বাহ্ণ)
মুসলিম বিন সা’দ বলেন : আমি হজ্জ্বে যাওয়ার সময় আমার মামা আমাকে দশ হাজার দিরহাম দিয়ে বললেন, মদীনায় পৌছে তুমি সেখানকার আহলে বায়েতের মধ্যে যে সবচেয়ে বেশী অর্থকষ্টে আছে তাদেরকে হাদিয়া হিসেবে দিয়ে দিবে।
মুসলিম বিন সা’দ মদীনায় পৌছার পর খবর নিলেন , আহলে বায়েতের মধ্যে সবচেয়ে দারিদ্রতার মধ্য কারা অতিবাহিত করছেন ।
সেখানকার অধিবাসীরা একটি পরিবারকে দেখিয়ে দিলেন ।
মুসলিম বিন সা’দ সেই পরিবারের কাছে যেয়ে বললেন “আমি বাগদাদ থেকে ১০ হাজার দিরহাম এনেছি আপনাদের হাদিয়া দেবার জন্য । আমার মামা আমাকে পাঠিয়েছে এবং বলে দিয়েছেন আহলে বায়েতের সবচেয়ে গরীব পরিবারকে সেটা দেবার জন্য ।”
সেই পরিবারের অধিবাসী বললেন “হে আল্লাহর বান্দা, এ দিরহাম দাতা সবচেয়ে গরীবকে এই হাদিয়া দিতে বলেছেন , মুলত: আমাদের প্রতিবেশী একটি পরিবার আছেন তারা আমাদের চেয়েও বেশী গরীব , সুতরাং আপনি তাদেরকে দিন । ”
মুসলিম বিন সা’দ বললেন , “তাদের কথা শোনার পর আমি প্রতিবেশীর কাছে গিয়ে ঘটনা খুলে বললাম” , তারা শুনে বলল “হে আল্লাহর বান্দা, মুলত: আমরা এবং আমাদের প্রতিবেশীরা উভয়েই বেশী গরীব । তুমি এ আমানত উভয়ের মাঝে সমানভাবে বন্টন করে দাও ।”