ফারুকের নতুন পোস্ট এবং গোমড় ফাস
লিখেছেন: ' হাফিজ' @ সোমবার, জুন ৭, ২০১০ (৪:০৭ অপরাহ্ণ)
আমাদের এখানকার এককালীন কলমবাজ ব্লগার ফারুকের নতুন পোস্ট দেখুন:
http://faruk55kw.amarblog.com/posts/108393
যারা ফারুককে ব্লক করার কারনে আশাহত হয়েছিলেন তাদের জন্য এই পোস্ট শিক্ষনীয় বলা যায় ।
১৬২ বার পঠিত
হ্যা, অচিরেই ফারুক সাহেব হয়ত বলবেন – আল্লাহ তা’আলা তার কাছে ওহী পাঠাচ্ছেন। এই ব্যাটাকে ব্যান করে পিস-ইন-ইসলাম কতৃপক্ষ ঠিকই করেছে।
ফারুক সাহেব অবশেষে স্বরূপে প্রকাশিত হলেন!!
ফারুক নিজের জন্য না হলেও ব্যাপক অর্থে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম ব্যতিত অন্য কোন ব্যক্তির পক্ষে নবওয়তের দাবী করেছেন এই মর্মে স্পষ্টই তাকে কাফের বলা যাবে। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন মিথ্যা নবুয়্যতের দাবীদারের ব্যপারে সচেতনতা সৃষ্টি এবং এজাতিয় পাবলিককে এখানথেকে ব্যানের পক্ষে লেখার জন্য । ফারুক যেহেতু স্পষ্টই বিভ্রান্তি ও মিথ্যা দাবী ব্লগে প্রচার করছেন তাই এটা সতর্ক করার জন্য এখানে লেখা আমাদের দায়ত্ব, যেমেনটি তৃতিয় ব্যক্তি হওয়া স্বত্বেও কাদিয়ানী বেরলি, শিয়াদের ব্যাপারে আমরা লিখি।
নীচে ফারুকের উক্ত পোষ্টের স্পষ্ট বিশ্লেষণ ও বাস্তবতা তুলে দেয়া হলো। সবাইকে পড়ার অনুরোধ করবো।
পোস্ট গুলো মুছে দিয়েছে মনে হচ্ছে। লিংক গুলো কাজ করছে না।