একটি অনবদ্য নাত এ রসুল (সা:)
লিখেছেন: ' হাফিজ' @ বুধবার, জুন ৯, ২০১০ (১১:৩৮ পূর্বাহ্ণ)
আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা
যাঁহার রওশ্নীতে দীন দুনিয়া উজালা
যাঁরে খুঁজে ফেরে কোটি গ্রহ তারা,
ঈদের চাঁদে যাঁহার নামের ইশারা,
বাগিচায় গোলাব গুল্ গাঁথে যাঁর মালা
আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা
আউলিয়া আম্বিয়া দরবেশ যাঁর নাম
খোদার নামের পরে জপে অবিরাম
কেয়ামতে যাঁর হাতে কওসর-পিয়ালা
আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা
পাপে-মগ্ন ধরা যাঁহার ফজিলতে
ভাসিল সুমধুর তৌহিদ-স্রোতে,
মহিমা যাঁহার জানেন এক আল্লাতালা
আমার প্রিয় হজরত নবী কমলিওয়ালা
—- কাজী নজরুল ইসলাম ।
৭৩ বার পঠিত