লগইন রেজিস্ট্রেশন

বামদের দুমুখো নীতি : এবার দেখুন কোন পর্দা ছাড়া ।

লিখেছেন: ' hamidul' @ মঙ্গলবার, এপ্রিল ২, ২০১৩ (৬:১২ অপরাহ্ণ)

অনেক তো বলা হয়েছিল আমাদের মধ্যে নাস্তিক ধর্মঅবমাননা কারী নেই । কিন্তু আসল রূপ আর কত দিনই বা লুকানো যায় । তারা মাঝে শুধু ধর্মঅবমননা কারী নেই তা নই, এমন কি কতিপয় বল্গ স্টিকি পোস্ট ও করে এদের মুক্তির দাবিতে।

প্রথমত : ফরাবী ভাইকে গ্রেপ্তার করা হয়েছিল সম্পূর্ন একটি দৈনিক পত্রিকার রিপোর্টের উপর ভিত্তি করে । এমন কি কোন নোটিশ ছাড়ায় । ফরাবী যে দাবি লড়াই করে ছিল তা আজ তৌহিদি জনতার দাবি হয়েছে । তাকে গ্রেপ্তার করা হয়েছে । রিমান্ডে নেয়া হয়েছে । তখন এই সব ভন্ড বামদের পেজ থেকে বা কোন বল্গ থেকে কোন স্টিকি পোস্ট করা হয় নাই । অথচ গতকাল যে তিনজন বল্গার কে যে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছিল সে প্রক্রিয়ায় গ্রেপ্তার করা হয়েছে ফারাবীকে । তখন উল্টো সরকারকে ধন্যবাদ দেয়া হয়েছে তাদের বিভিন্ন পেজ আর বল্গ থেকে । সেকি আনন্দ ।

২য় ত : গতকাল যে তিনজন কে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে একজন হল মশিউর বিপ্লব, যে আল্লামা শয়তান ছন্দ নামে ফেবু থেকে নিয়ে বিভিন্ন বল্গে আপত্তিকর পোস্ট দিত । তা সবার কাছে আছে । এখন ইমরান যে দাবি করে ছিল তাদের সাথে ধর্মঅবমাননা কারীদের কোন সম্পর্ক নেই । তারা ও তাদের বিচার চাই । এই যে ভন্ডামী পূর্ন কথা আজ প্রমান হয়ে গেল। এখন সামুতে তাদের মুক্তির জন্য স্টিকি পোস্ট দেয় । তাদের বিভিন্ন পেজে মুক্তির জন্য ইভেন্ট ক্রিয়েট করছে একজন ধর্মঅবমননা কারীর জন্য । অর্থাৎ তারা তাদের সাথে । এখন তারা সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে । এই গুলা না করে এদের বিচার করা হচ্ছে কেন ? অথচ যুদ্ধাপরাধের বিচারের সময় তাদের এই প্রশ্ন করা হলে বলতো বাংলা পরীক্ষার সময় অংক পরীক্ষা দিব নাকি ? সোনার বাংলা বল্গ বন্ধ হলে সরকারকে সেই কি ধন্যবাদ । অথচ আমার বল্গ বন্ধ হবার পর মতপ্রকাশের ধোয়া তুলে তুলকালাম কান্ড ।

সামুর স্টিকি পোস্ট http://somewhereinblog.net/blog/noticeblog/29809155
ইমরানের বাংলা পরীক্ষার দিন অংক পরীক্ষা দিতাছে :- http://bangla.bdnews24.com/bangladesh/article609161.bdnews

আসলে, আল্লাহ যা করেন ভালন জন্যই করেন ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২১০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

২ টি মন্তব্য

  1. তাদের শূধ দুমুখো নীতি না ,বহুমুখী নীতি বলাটাই ভাল।

  2. পাবলিক কিছু বুঝতাছে। ধন্যবাদ