সিরিয়ার জিহাদে যোগ দিয়েছে ব্রিটিশ নও মুসলিমা ।
লিখেছেন: ' hamidul' @ বুধবার, অক্টোবর ২৩, ২০১৩ (৪:৪০ অপরাহ্ণ)
ইউটিউবে ঘুরতে ঘুরতে এই ভিডিও টি পাই যেটা Channel4 নামে একটি চ্যানেলের রিপোর্ট । এই রিপোর্টি ই হল ব্রিটিশ মুজাহিদা বোনটি সম্পর্কে। (অনেকে মোবাইল ইউটিউব ভিডিও দেখেন না বা দেখতে পারেন না। তাই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি )
মুসলিম মুজাহিদা বোনটির নাম মরিয়ম। সে চার বছর আগে মুসলিম হয় । এবং বছর খানেক আগে সিরিয়াতে আসে । এবং আবু বক্করের সাথে বিবাহ বন্ধনে আব্দ হয় । আবু বক্কর সিরিয়ান ইসলামিক ফ্রন্ট অথার্ৎ আস-শামস, জাবাতুল নুসরাহ মুজাহিদ গ্রুপ গুলোর প্রথম সারির যোদ্ধা । মরিয়ম মনোবিজ্ঞান ও সামজিক বিজ্ঞান নিয়ে পড়তো । এখন তাদের একটি সন্তান আছে । মরিয়মের সাথে কিছু কথোপকথন তুল ধরার চেষ্টা করেছি :-
মুসলিম মুজাহিদা বোনটি বলেন, আমাকে কেউ জোর করেনি , যদি জোর করতো তাহলে আমি এখন মুসলিম থাকতাম না । যদি আমি চিন্তা করতাম ইসলাম জোরজবরদস্তির ধর্ম তাহলে আমি ইসলাম ত্যাগ করতাম। ইসলামই আমাকে স্বাধীনতা দিয়েছে।
আলহামদুল্লিল্লাহ , আমি ইউকেতে এমন কাউকে খুজে পাইনি যারা এই পৃথিবী এবং পরবর্তী পৃথিবীর জন্য নিজেদের কুরবান করবে। আমি এখানে এসেছি এবং আবু বক্করকে বিয়ে করেছি ।
মরিয়ম (আসল নাম নয়) আরো , আমি একজন মুজাহিদের স্ত্রী ।
মুজাহিদা বোন মুসলিমদের আহবান করেন , এরাই আপনার ভাই বোন , এদের আপনার সাহায্যের প্রয়োজন । আমাদের এই স্বার্থপরতা বন্ধ করতে হবে । যেমন সবার আগে আমরা গুরুত্ব দিই পরিবার , লেখাপড়া ইত্যাদি।
যখন উনাকে প্রশ্ন করা হয় কিছু লোক বলে আপনারা সন্ত্রাসী। এই প্রশ্নের উত্তরে মুজাহিদা বোনটি উত্তর দেন – আমরা কি কারো জায়গায় প্রবেশ করেছি ? তাদের ঘর ছিনিয়ে নিয়েছি ? তাদের খাদ্য ছিনিয়ে নিয়েছি ? তাদের নারীদের ধর্ষন করেছে ? তাদের লোকদের হত্যা করেছি ? না আমরা এইগুলো করিনি।
মুসলিম কখনোই করেনি । যখন তারা আক্রমন করেছে তখন আমরা প্রতিরোধ করেছি । তাই তারা আমাদের সন্ত্রাসী বলে ।
মরিয়মের প্রতিবেশী আয়েশা (ছন্দনাম) ও একজন ব্রিটিশ । তার স্বামী ও একজন ব্রিটিশ । তাদের সিরিয়ার যুদ্ধে আসা প্রসেঙ্গে বলেন একদিন আমার স্বামী বাসা এসে বলল সিরিয়ার জিহাদে যাবে । আমার প্রথমে ভাল লাগছিল না । আলহাদুলিল্লাহ , এখানে আসার পর সব কিছু মানিয়ে নিয়েছি ।
পুরো ভিডিওটি এখানে থেকে দেখতে পারেন।
www.youtube.com/watch?v=5hAlKlQ2g1Q&app=m
আল্লাহু আকবার , আল্লাহু আকবার , আল্লাহু আকবার ।
পোস্টি আগে এখানে এই ব্লগে প্রকাশিত www.renesasbd.com/archives/332