হাদীস শিখি
লিখেছেন: ' hamidul' @ মঙ্গলবার, জানুয়ারি ১১, ২০১১ (৫:২৮ অপরাহ্ণ)
হযরত আবু খুদরী রা হতে বর্ণিত ।তিনি রাসূল সা থেকে বর্ণনা করেন, রাসূল (সা) ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যদি কোন গর্হিত কাজ দেখে, তবে সে যেন তা হাত দ্বারা প্রতিহত করে। আর এতে যদি সে সক্ষম না হয় তাহলে মুখ দ্বারা প্রতিহত করে।আর এতে যদি সে সক্ষম না হয় তাহলে অন্তর দ্বারা তা প্রতিহত(গৃনা) করে। তবে এটি হচ্ছে দুর্বলতম ঈমান।(মুসলিম শরীফ) । আমরা চিন্তা করি আমরা কোন পর্যায়ের ঈমানদার।
৪০ বার পঠিত