লগইন রেজিস্ট্রেশন

পিতা মাতার সাথে আচার ব্যবহার

লিখেছেন: ' hamidul' @ বৃহস্পতিবার, জানুয়ারি ১৩, ২০১১ (১২:৫০ অপরাহ্ণ)

আর তোমরা আল্লাহ তায়ালার ইবাদত কর এবং তারঁ সাথে কিছুকে অংশীদার সাব্যস্ত করো না। আর পিতা মাতার সাথে সদাচরন কর এবং সদ্ব্যবহার কর নিকটাত্নীয়, এতিম, মিসকিন, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, পাশাপাশী চলার সাথী, পথিক এবং তোমাদের অধীন দাসদাসীদের প্রতি । নিশ্চয় আল্লাহ তায়ালা দাম্ভিক অহংকারীকে ভালবাসেন না।(সূরা নিসা -৩৬) পবিত্র কোরআন শরীফে আল্লাহ তায়ালা এই রকম অনেক আয়ত দ্বারা পিতা মাতার প্রতি সদ্ব্যহারের আদেশ দিয়েছেন। অথচ আজকে আমাদের সমাজ ঠিক এর উল্টো। আমরা অনেকে কারনে অকারনে তাদের সাথে দূরব্যবহার করি। এক বার চিন্তা করিনা আমার মা আমাকে ১০ মাস পর অনেক কষ্ট সহ্য করে আমাকে জন্ম দিয়েছেন। আমরা কি পারবো তাদের এক ফোটা দুধের ঝণ শোধ করতে? আসুন আজতেকে শপথ করি কোন দিন তাদের সাথে উচু করে কথা বলব না। তাহলে দুনিয়ায় লাভ হবে আল্লাহ তায়ালার হুকুম পালন হবে।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

২ টি মন্তব্য

  1. হামিদুল/পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ মা-বাবার মর্যাদা অনুধাবন সকলের জন্য জরুরী। সংক্ষিপ্ত হলেও বিষয়টি নিয়ে লেখার জন্য অনকে অনেক ধন্যবাদ।