লগইন রেজিস্ট্রেশন

আমাদের ক্ষমা করো ফেলোনী

লিখেছেন: ' hamidul' @ শুক্রবার, জানুয়ারি ১৪, ২০১১ (৫:৩৮ অপরাহ্ণ)

হুদায়বিয়ার সন্ধির আগে যখন হযরত উসমান (রা:) হত্যা করা হয়েছে বলে গুজব রটে ছিল ১৪০০ সাহাবী একসাথে হয়ে শপথ গ্রহন করেছিল প্রতিশোধ নেবার। অথচ ভারত পাখির মতো আমাদের মানুষ মারে আমাদের এতো টুখু অনুভুতিও নাই। হয়ত আমরা প্রতিশোধ নিতে পারবোনা, অন্তত আমরা তাদের পন্যগুলো বর্জন করতে পারি। আমি সবাইকে আহবান জানাবো তাদের সবকিছু বর্জন কারার।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৩.০০)

৫ টি মন্তব্য

  1. আমি একমত। শুধূ তাই নয়, আমাদেরকে বিধর্মীদের যতটা সম্ভব সকল পণ্য বর্জন করা উচিত।দেশী পন্য থাকলে কখন ও
    আমি লিভার ব্রাদারসের পণ্য কিনি না।সব মুশরেক আজ ইহুদী ও মুসলিম বিরুধীদের সংগে হাত মিলিয়েছে। কতগুলি
    সুবিধাবাদী – নামে মুসলিম, তাদের সহযোগিতা করছে-কিভাবে মুসলমানের দমন করা যায়।আমাদের সামান্য তম ইমান
    থাকলে কেহই তাদের সহযোগিতা করতে পারে না।ইসলাম বিরুধীরা আজ ধনের বদৌলতে মুসলমানদের নিপীরণ করছে।
    পৃথিবীর সকল মুসলমান মুশরেক ,ইহুদী ও নাসারাদের পন্য বর্জন করলে ওদের মেরূদন্ড ভাংতে বাধ্য।আমাদের মা-বোনদের
    এ ব্যাপারে বেশী করে সচেতন হতে হবে। অস্ট্রেলিয়া একজন মুসলমান মা এর কথা হল- তারা ইন্টেল কমপিটার ব্যবহার করেন
    না-কারণ এটা ইহুদী পণ্য। তারা AMD ব্যবহার করেন।আর আমরা ইন্টেল বলে পাগল।আমার মতে বৈদ্যদেরকে ততটা
    ইসলামের বিরুদ্ধিচারণ করতে দেখা যায় না।

    hamidul

    @Mujibur Rahman, apnara thanks. But intel ta age jantan nam na. Next time taka intel kinbo na.

  2. hamidul’ @হয়ত আমরা প্রতিশোধ নিতে পারবোনা, অন্তত আমরা তাদের পন্যগুলো বর্জন করতে পারি। সহমত।

  3. আমি একমত হতে না পারার জন্য দুঃখতি! কারন, আজকাল বাছবিচার করার মতো সাধ্য সকল দেশের আছে। কিন্তু স্বাবলম্বী হবার ক্ষমতা আল্লাহ সকলকে দনেনি। ধর্ম, সার্বভৌম আর আত্মসম্মানবোধ বজায় রেখে সবকিছু আদান প্রদানে আমি কোন অসুবিধা দেখিনা। আল্লাহ-ই সবকিছুর মালিক, অধিকর্তা , পালনকর্তা, লালনকারী আর অমুখাপেক্ষী। পৃথিবীতে আজ নির্ঝঞ্জাট সুন্দর সহাবস্থান অত্যন্ত জরুরী। ধন্যবাদ

    hamidul

    @bdfaruquee, brother sohoabostan to apni aka takta parban na, apner potibasi kao ai monovab takta hoba. R jodi apner potibasi apner sister opar karap nazar dai tahola ki tar shata soho abostan r kohta bolban? Boron ai jalam der taka doniya ka mukto kora osit.