কুর’আনের সহজ সরল বাংলা অনুবাদ – Free Download
লিখেছেন: ' Khalid Bin Al Waleed' @ সোমবার, সেপ্টেম্বর ১৩, ২০১০ (৩:০৫ অপরাহ্ণ)
অনুবাদ করেছেনঃ হাফেজ মুনির উদ্দিন আহমেদ
প্রকাশনাঃ আল- কুর’আন একাডেমী লণ্ডন
সূরা ‘আল ক্বামার’ মক্কায় অবতীর্ণ ক্বুরানের একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তা’আলা এই সূরায় একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন। সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে, ‘অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরানকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার?’
আল কুর’আন সম্পুর্ণ মানব্জাতির জন্য পথপ্রদর্শক স্বরূপ যার মাঝে আপনিও অন্তর্ভুক্ত, প্রিয় বন্ধু। যেহেতু আমরা কেউই পথভ্রষ্ট হতে চাইনা, তাই এটা আমাদের জন্য অপরিহার্য যে আমরা কুর’আন সুধু তিলাওয়াতই করবনা বরং তা বুঝব এবং সেইসাথে নিজেদের জীবনে প্রয়োগ করব।
রাসূল -সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-আমাদেরকে শ্রেষ্ঠ হবার একটি সহজ পদ্ধতি শিখিয়ে গেছেনঃ
তোমাদের মাঝে শ্রেষ্ঠ হল যে নিজে কুর’আন শিখে এবং অন্যকে শেখায়। (আল-বুখারী)
অতএব, আসুন, কুর’আন নিজে শিখুন এবং অন্যকে শিখান, নিজেকে শ্রেষ্ঠ মুসলিমদের একজন হিসেবে গড়ে তুলুন ইনশাআল্লাহ
বাংলা আল কুরআনের আর একটি অনুবাদ-(pdf) ডাঃ জহরুল হক,যিনি আসামী, বাংলাও ইংরাজী আল কুরআনের ভাষায় অনুবাদ করেছেন।
ফাইল সাইজ 6 MB এর কিছু বেশী লিনক দেয়া হল:
http://www.qurantoday.com/bangla.htm