প্রশ্ন ব্লগঃ কোরআনে (সুরা কাহফ) এ বর্ণিত ইয়াজুজ মাজুজ কি ইতিমধ্যে মুক্ত হয়ে গেছে? – আপনি কি মনে করেন?
লিখেছেন: ' হাসান আল বান্না' @ শুক্রবার, ফেব্রুয়ারি ৪, ২০১১ (৬:৫২ অপরাহ্ণ)
আপনি কি মনে করেন?
– কোরআনে (সূরা কাহফ) এ বর্ণিত ইয়াজুজ মাজুজ কি ইতিমধ্যে মুক্ত হয়ে গেছে?
– না হলে কবে হতে পারে?
– হয়ে থাকলে কারা এই ইয়াজুজ – মাজুজ? বর্তমান বিশ্ব-ব্যবস্থায় তাদের অবস্থান কোথায়?
– তাদের প্রভাবমুক্ত হওয়ার জন্য কোরআন কি কোন দিক নির্দেশনা দেয়? কি সেই দিক নির্দেশনা?
৩৭৪ বার পঠিত
ইয়াজুজ মাজুজ এখনো মুক্ত হয় নি বলেই জানি।
ঠিক ঈসা আ: এর অবতরনের পরে।
অজানা অনেক উপত্যাকা খোদ জিওগ্রাফাররা এখনো স্বীকার করেন। এসবের কোন অঞ্চলে।
কোরানে স্পষ্টই কোন হুকুম আছে কিনা আমি জানি না, তবে তাফসীরে মারেফুল কোরান হিসেবে তখনকার মুসলিমরা পাহাড়ের গুহায় আশ্রয় নেয়া ও সেখান তাসবীহের মাধ্যমে ক্ষুদা নিবারনের কথা পড়েছি, সুতারং মুসলিমদের সাথে থাকাই সমাধান।
@আল মুরতাহিল,