ভেবে দেখবে কি বোন ???
লিখেছেন: ' Hedayet Ullah' @ সোমবার, এপ্রিল ২৭, ২০১৫ (৯:৪৫ অপরাহ্ণ)
আমি তোমাকে মা আর বোনের মর্যাদা দিতে চাই বলে আমাকে “গেঁয়ো ভূত বলে গালি দিলে কিন্তু তারা তোমাকে অবাধ স্বাধীনতার নামে কি দিল? পৃথিবীর সামনে তোমার লুণ্ঠিত ইজ্জত!
মর্দে মুজাহিদ শেরে খোদা আল্লামা জিয়াউর রহমান ফারূকী নাওয়ারাল্লাহু মারকাদাহু বলেছেন “আয় আওরাত! তোমহারা ইজ্জত কিসনে ছিনা? জিসনে তোমহারা দোপাট্টা ছিনা” তথা হে নারী জাতি! তোমার সম্মান কে ছিনিয়েছে? যে তোমার উড়নাটি [আধুনিকার স্লোগান দিয়ে] খুলে নিয়েছে।
কিন্তু একথা বুঝার মত বিবেক বুদ্ধি আমাদের নারী জাতির কি আছে? হবেও কি কোনদিন?
আমি যদি বলি-
বোন আমার! ওসব ভ্যালেন্টাইনস ডে আর বর্ষবরণ আসলে ভূয়া! তোমাকে সাজিয়ে গুজিয়ে রাস্তায় নামিয়ে তোমাকে উপভোগ করাই ওসব আধুনিকতার ধ্বজাধারীদের মাকসাদ। তোমার কাপড়টিকে খাটো করে তোমাকে সুন্দর লাগে বলে তোমাকে ওরা ধোঁকা দিচ্ছে। তোমাকে কাপড়ে ঢাকা অবস্থায়ই পরি পরি লাগে। তোমার বক্ষটি উন্মোচিত করে রাস্তার মোড়ে দাঁড় করিয়েছে এসব ভন্ড আধুনিকেরা। তোমাকে এক টাকার ম্যাচের সাথে তোমার সুন্দর চেহারাটিও বিক্রি করছে সামান্য টাকায়। তোমাকে দাঁড় করিয়েছে রাস্তার মোড়ে মোড়ে। পত্রিকার প্রতিটি পাতায়। তোমার লাজুক অঙ্গভঙ্গিকে সেক্সি লাগে বলে তোমাকে ফুসলিয়ে আরো খুল্লামখুলা করে আসলে লম্পটগুলো চোখের মজা লুটতে চায়। তোমার দিকে বোনের দৃষ্টি নয় তাকাতে চায় লাম্পট্যতার দৃষ্টিতে। তোমার শরীরের প্রতিটি ভাঁজ দেখে উপভোগ করতে চায় শয়তানী আনন্দ। তোমার ছেলের বয়সীর দৃষ্টিতেও তোমাকে বানাতে চায় শুধুই একটি উপভোগ্য পণ্য। তোমাকে চাউলের বস্তায়, শ্যাম্পুর ডিব্বায়, সাবানের কম দামি কাগুজে ছেপে বানাতে চায় সস্তা পণ্য।
কিন্তু তুমিতো বোন আমার। আমার মা! তুমি আমাদের সম্মানের পাত্র। সমাজের লম্পট ছেলেগুলো লুলোপ দৃষ্টিতে তোমাকে দেখবে। দুই টাকার ম্যাচের সাথে তোমার দেহসৌষ্ঠব ক্রয় করে নিয়ে আসবে একি হয়? তুমিতো আমাদের ঘরের সৌন্দর্য। একান্ত আপনজন। তোমার পায়ের নিচে লাখো যুবকের জান্নাত। তুমি কেন এমনি যুবকদের লুলোপ দৃষ্টির নগ্ন থাবায় হবে বিক্ষত? তুমি কেন লম্পটদের পাতা ফাদেঁ পা দিয়ে নাইট ক্লাব, বর্ষবরণ, ভ্যালেন্টাইনস ডের মত নারীভোগের নির্লজ্জ ময়দানে তাদের আকাংখানুরূপ সেজে গুজে তাদের মনোরঞ্জন করবে? কেন তাদের ধৃষ্টতার স্বীকার হবে? কেন তাদের দ্বারা হবে লাঞ্ছিত? কেন হবে বোন আমার? কেন?
কেন তোমাকে দেখে শীস দিবে সমাজের নোংরা যুবক? কেন তোমার দেহের ভাঁজের দিকে তাকিয়ে মন্তব্য করবে অশ্লীল? তুমি এতটা নিচে কেন নামবে বোন আমার? কেন?
কিন্তু তুমি আমার কথা শুনলে না। আমাকে সেকেলে বলে গালি দিলে। আনকালচার্ড বলে ধিক্কার দিলে। গেঁয়ো ভূত বলে তাচ্ছিল্য করলে। লম্পট লোভীদের কথাকেই তুমি আধুনিকতা বলে গ্রহণ করে নিলে। বেরিয়ে পড়লে তাদের লাম্পট্যতার রাজপথে। তারপর? কি হল?
সারা বিশ্ব দেখলো তোমার বিবস্ত্র শরীর। তোমার বাঁচাও বাঁচাও আর্তনাদ! আমরা তখন মাথাটা নুইয়ে দিয়েছি। মনের অজান্তে ঝরিয়েছি দু’ফোটা অশ্রু। এবার কি বুঝবে এসব আধুনিকতার স্লোগানধারীদের ষড়যন্ত্রের মাকসাদ? ধরতে পারবে তাদের নোংরা উদ্দেশ্যের হাকীকত? তোমার ভাইয়ের পবিত্র ভালবাসার গভীরতা? মনের আকুতি? নাকি বুঝবে না? একবার বলবে কি?
[শায়খ লুৎফর ফরাজী ] https://www.facebook.com/hedayet.islamic.org https://www2.facebook.com/hedayet1293