কবিতা
লিখেছেন: ' সত্যের সন্ধানী ১০০%' @ বুধবার, জানুয়ারি ২৬, ২০১১ (৫:৪১ অপরাহ্ণ)
সন্দেশ পিঠা তেতুল কাঁঠা কে খাওয়াবে রেধে,
কে দেবে আর আদর করে পাগড়িটা কে বেধে।
কে আমাকে মায়া ভরা গল্প শোনাবে আর,
তোমার গল্প শোনে আমার মনটা হত ভার।
মাঝে মাঝে হেসে দিতাম হাসতে ওগো তুমি,
এখন কেন চলে গেলে শূন্য করে ভূমি।
হাসি হাসি মুখটা তোমার কেমনে ভুলে থাকি,
তাইতো এখন সারা বেলা তোমার ছবিই আকিঁ।
তোমার বিদায় সেই বেলাটি করি যখন কল্পনা,
মনে পরে অতীত স্মৃতি পাইযে শুধু যন্ত্রনা।
পুত্র পুত্র ডাকটি তোমার শুধুই শুনতে পাই,
তাইতো আমি অবাক হয়ে পিছনে তাকাই।
চলে গিয়ে কষ্ট ওগো দিয়ে গেলে মনে,
তাইতো এখন দোয়া আমি করি তোমার সনে।
ঘরটা তুমি শূন্য করে কেমনে গেলে চলে,
স্মৃতি গুলো মনে করে ভাসি চোখের জলে।
জীবন রবির সূখের মেলা আধারেতে ফেলে,
কেমনে তুমি চলে গেলে আমাদেরকে ভূলে।
কাপন মাখা মুখটি তোমার ছিল মায়াবী,
তুমি চলে গিয়ে মোদের করেছ অভাবী।
কৌতহলি মনটা তোমার ভূলা বড় দায়
তাইতো আমার মনটা বারবার তোমায় দেখতে চায়।
তোমার মত আদর স্নেহ কোথায় পাব আর,
তাই বলছি আম্মা তুমি আস একটি বার।
জানি জানি আম্মা তুমি আসবেনাতো ফিরে,
এখন তুমি চলে গেছ জান্নাতেরই নীড়ে।
ময়দানে মাহশরে আম্মা আমায় দিও দেখা,
যখন আমার কেউ থাকবেনা থাকব আমি একা।
সেই আশায়ই আছি এখন পাব তোমায় ফিরে,
সেদিন তোমায় চিনব আমি অনেক লোকের ভীরে।
তোমার আদরের সন্তান।
যার মা নেই সেই বুঝবে কবিতার মর্ম ।
লেখার জন্য ধন্যবাদ ।
amara jeno amader ma baba ke sheba jotno korty pary allah amader sai taufiq dan korun. amara jeno amader ma baba ke sheba jotno korty pary Allah amader sai taufiq dan korun.