লগইন রেজিস্ট্রেশন

ইসলাম প্রচারে আল্লাহর হুকুম হল

লিখেছেন: ' jamil007' @ শনিবার, এপ্রিল ৯, ২০১১ (৯:৩২ পূর্বাহ্ণ)

ইসলাম প্রচারে মিডিয়ার গুরুত্ব আলোচনার শুরুতেই মিডিয়ার পরিচিতি সম্পর্কে কিছু আলোকপাত করব এবং ইসলাম প্রচারে মিডিয়ার ভূমিকা ব্যাখা করতে সচেষ্ট হব ওমা তাউফিক্বী ইল্লা বিল্লাহ । মিডিয়া বা প্রচারমাধ্যম-গনমাধ্যম যূগের ভাষা যা সমাজ-রাষ্ট্র ও বিশ্বের চাহিদা উপস্থাপন করে, বিশ্বের সকল মানুষকেই এই মিডিয়া তার প্রভাবে প্রভাবিত করে অত্যন্ত সাবলীল ও সহজভাবে। কোন জাতি বা গোষ্ঠি মিডিয়া অংঙ্গনে পিছিয়ে পড়লে বিশ্বের প্রক্ষাপটে তার আবেদন কমে যাবে, বিশ্ববাসীর কাছে চাহিদা ও আবেদন কোন বিশ্লেষণ ও বিবেচনার মুখ দেখবে না, বিশ্ব দরবারে সে জাতি হবে উপেক্ষিত ও অবাঞ্ছিত, তার বাস্তবতা-চাহিদা উপস্থাপতি হবে না বিশ্ব মঞ্চে, কিংবা তার বিরোধ সমাজ তাকে বিকৃত এবং বিভত্সরুপে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেবার প্রয়াস পাবে।

মিডিয়া বলতে আমরা যদিও পেপার-পত্রিকা, রেডিও, স্যাটেলাইট, ইন্টারনেটকেই বুঝি বস্তুত এগুলো মিডিয়ার সংজ্ঞা নয় বরং Instrument of Media মিডিয়ার উপকরণ বা আসবাব মাত্র। এসব উপকরন মিডিয়া সহায়ক এবং মৌলিক হাতিয়ার হিসিবে ১৮শতকের পরথেকেই প্রতিষ্ঠা পেয়েছে যা বতর্মান একবিংশ শতাব্দিতে বিশ্বের প্রতিটি মানুষ ও পরিবারের সঙ্গে জড়িত হয়েছে নিবিঢ় ভাবে । যূগের ভিন্নতায় মিডিয়ার উপকরনের ভিন্নতাও লক্ষ্য করার মতো, যেমন রসূল স: এর যূগে মিডিয়া বা গনমাধ্যম ছিল শেয়র প্রতিযোগীতা, কাবার দেয়াল আইয়ামে জাহেলিয়্যার বিলবোর্ড ও ব্যানার হিসেবে ব্যবহৃত হতো, আবার বিভিন্ন মেলা ও পর্ব উপলক্ষে আরব গোষ্ঠী- উপগোষ্ঠিরা নছর ও শেয়ার খ্যাত কবিতা রচনা সাহিত্যের মাজমা বসাতো। কোরাইশের বিশেষ সাইরেন ও ঘোষণা কাজে ব্যবহৃত হতো মক্কার ঐতিহাসিক পাহাড়ের টিলাগুলো। মোট কথা হলো মিডিয়া বা গনমাধ্যমে যূগের ভিন্নতায় উপরনের পার্থক্যও লক্ষে করা যায়।

ইসলাম প্রচারে আল্লাহর হুকুম হলো: “বিল হিকমাতি ওয়াল মাওইযাতিল হাছানাহ” প্রজ্ঞাময় – সদুপদেশ- গ্রহনযোগ্য সাবলীল উপস্থাপনা করতে বলা হয়েছে, কেউ কেউ হিকমাতের ব্যাখা এভাবেই করেন যে “যখন যেমন যাহা প্রয়োজন তাহা তখনই অবলম্বন করা”- সোজা কথায় মানুষের কাছে যত সহজ সাবলীলভবে ইসলাম গ্রহনযোগ্য করে তোলা যায় সেই প্রচেষ্টঅই উদ্দেশ্য। আজকের ইলেকট্রিক বিশ্বের দ্রুততম মাধ্যম এবং প্রযুক্তির সহায়তায় সহজলভ্য প্রচারমাধ্যমগুলোর বেশির ভাগই দখল হয়েছে বিধর্মীদের মিশনের দ্বারা, জোরে শোরে কোমর বেধে নেমেছে পাশ্চত্যের উত্কর্ষ ইলেকট্রিক সরঞ্জামে সমৃদ্ধ ইহুদী নাসারা মিশনগুলো। আরেকদিকে যৌবনের সহজ লভ্য পসরা ফেরি হচ্ছে, সাহওয়াত ও কালীমার সস্তা পুজির রমরমা বানিজ্য চলছে, লোভ-লালসার ও সহজাত প্রবৃত্তির নিষিদ্ধ ব্যবসা জমেছে এসব অশ্লীলতার পুজারিদের দ্বারা। মিডিয়া ছেয়ে গেছে নারী-মাদক আর এসব ভোগের প্রতযোগীতায় বিভত্স সব বিপথের এ্যাডভারেস্টিং এ, ধ্বংষ হচ্ছে তরুণ ও যুবসমাজ, নীল সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছে বিশ্ব, নিকষ কালো এক অন্ধকারের বিস্তার লাভ হচ্ছে অতি সহজ ও দ্রুততম উপায়ে, উন্নতি এবং উদারতার নামে চরম বিপর্যয়ের দিকে ধাবিত হচ্ছে মানবতা।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ২.০০)

২ টি মন্তব্য

  1. এ ব্যাপারে আরও লিখবেন নাকি? লিখলে চলবে কথাটি উল্লেখ থাকলে ভাল হত। ধন্যবাদ আপনাকে (F)