নামাজের মধ্যে হাই উঠলে
লিখেছেন: ' কিছু জানতে চাই' @ সোমবার, ডিসেম্বর ১৯, ২০১১ (৫:১৬ অপরাহ্ণ)
আসসালামু আলাইকুম,
১। হাই এর জন্য কী দোয়া পড়তে হয়?
২। নামাজের মধ্যে হাই এবং হাঁচি আসলে কি দোয়া পড়া যায়?
বিস্তারিত কিছু বলুন।
১৮৫ বার পঠিত
@কিছু জানতে চাই,
১। হাই উঠলে বলতে হয় লা-হাওলা ওয়ালা ক্কুওয়াতা ইল্লা বিল্লাহিল ‘আলিয়্যিল আ’যিম। (لا حول ولا قوة الا بالله العلى العظيم ) ।
২। না।