গুরুত্বপূর্ণ ২টি প্রশ্ন?
লিখেছেন: ' কিছু জানতে চাই' @ মঙ্গলবার, জুলাই ১৭, ২০১২ (৭:৫৩ অপরাহ্ণ)
আসসলামু আলাইকুম, আমি আজকে জানতে চাচ্ছি,
১। আমাদের পাড়ার মসজিদের নতুন হুজুর। তিনি এসে এক নতুন নিয়ম গড়ে তুললেন। নামাজের শুরুতে ইকামত শুরু হলে সবাইকে বসার জন্য অনুরোধ করেন এবং যখন মুয়াজ্জিন হাইয়া আ’লাসসালা বলেন তখন উঠে দাড়াতে বলেন। আমি তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটা মুস্তাহাব। এই বিষয়ে উপযুক্ত দলিলসহ কেউ আমাকে জানান এটা কতটুকু গ্রহণযোগ্য?
২। দাড়িয়ে ক্বেয়াম করা কি ইসলাম সমর্থন করে? আবার তারা বলেন হযরত মুহাম্মদ (স:) নাকি হাজির নাজির? এটা কতটুকু গ্রহণযোগ্য? উপযুক্ত দলিলসহ জানালে উপকৃত হতাম।
২৩৪ বার পঠিত