দুশমন সাবধান
লিখেছেন: ' জোবায়ের আব্দুল্লাহ' @ শনিবার, মার্চ ২৬, ২০১১ (৭:৫৯ পূর্বাহ্ণ)
দেশকে যারা ভালবেসে প্রাণ দিয়েছে তারা
আজকে দেশের হালত দেখে হত দিশেহারা
বলত দুখে হায়রে আমার সোনার বাংলাদেশ
রক্তচোষা রাজনীতিকরা করল চুষে শেষ
নব্বইভাগ মুসলমানের ইসলাম টলমান ,
তবুও কি জ্বলে উঠবোনা মোরা কিসের মুসলমান ?
স্বাধীন সোনার বাংলাদেশে আজ শকুনের থাবা।
দেশ,জাতি আর ধর্ম নিয়ে চলছে জুয়া, দাবা।
অশ্লীলতার জোয়ার দেশে চলছে তুফান বেগে,
ঈমান,আমল,দেশপ্রেম সব যাচ্ছে চলে ভেগে।
আজ কেন দুশমনের সামনে গুটিয়ে নিচ্ছ লেজ ?
মুসলিম মোরা,কোথা গেল আমাদের সে ঈমানী তেজ ?
৭১-এ রক্ত দিয়েছি, লাগলে দেব আরো।
শোষন,জুলুম,উৎপীড়নের সব পায়তারা ছাড়ো।
ভীনদেশী দুশমন সবে আজ হয়ে যাও সাবধান;
অযথাই শুধু খুচিওনা বাপু বাঙ্গালী মুসলমান।
ফের যদি তারা জেগে উঠে তবে দিতে হবে তার মূল্য,
মুসলমানের কাছে নেই কিছু ঈমানের সমতুল্য।
সে ঈমান যদি জেগে উঠে ফের জ্বলে উঠে তার প্রাণ
আল্লাহর রাহে নিঃসঙ্কোচে করে দিবে বলিদান।
তাই বলি সব থাকতে সময় হয়ে যাও হুশিয়ার,
বাংলা নিয়ে খেলার স্বপ্ন দেখিওনা বেশী আর।
তাই বলি সব থাকতে সময় হয়ে যাও হুশিয়ার,
বাংলা নিয়ে খেলার স্বপ্ন দেখিওনা বেশী আর।
ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা লেখার জন্য।
@মুসাফির,
স্বদেশী দুশমন এবং ভীনদেশী দুশমন সম্পর্কে আমাদের সকলের সতর্ক দৃষ্টি রাখতে হবে।
ধন্যবাদ আপনাকেও ।
ফের যদি তারা জেগে উঠে তবে দিতে হবে তার মূল্য,
মুসলমানের কাছে নেই কিছু ঈমানের সমতুল্য।(Y)
@এম এম নুর হোসেন,
অতএব , আসুন আরো একবার আমরা জেগে উঠি এবং জাগিয়ে দেই আশপাশের সকলকে ।প্রচন্ডভাবে নাড়িয়ে দেই দুশমনের ভিত , কাঁপিয়ে দেই তাদের অন্তরাত্মা । যার প্রচন্ডতায় আর কোনো মুসলিম বিদ্বেষী যেন বাংলার জমিনে মাথা তুলে দাড়াতে না পারে।
ধন্যবাদ আপনাকে ।