ফেলানীরা নয় ফেলনা
লিখেছেন: ' জোবায়ের আব্দুল্লাহ' @ রবিবার, মার্চ ২৭, ২০১১ (৫:৩১ অপরাহ্ণ)
ফেলানীরাতো ফেলনা নয় কোন
যারা ভারতের তাবেদার তারা
এই সত্য কথাটি মেনো।
ওরা আমাদের এই বাংলা মাটির সন্তান ,
যার সীমানার চেয়ে দাম বেশী তার
সীমানার কোটি প্রাণ।
ঐ কাঁটাতারে শুধু ফেলানী ঝোলেনি ঝুলেছে বাংলাদেশ ,
যার জন্য তিরিশ লক্ষ জীবন অকাতরে হল শেষ ।
মোরা না একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি ?
মোরা না একটি ফুলের জন্য হাতে অস্ত্র ধরি ?
তবে সীমানায় কেন প্রাণ ঝরে যায় আমাদের শতশত ?
কেন ভারতের কাছে এভাবে আজকে আমাদের মাথানত ?
এসো সবাই মিলিয়া ভেঙ্গে দেই এই গোলামীর জিঞ্জির ।
এসো যুদ্ধ করেই শোধি দেনা ফের তামাম জিন্দেগীর।
হ্যাঁ, প্রয়োজন হলে আবার আমরা সবাই করিব যুদ্ধ ,
তবু পরাধীনতার শিকল উপড়ে ফেলব শিকড় সুদ্ধ ।
এসো সবাই মিলিয়া করি আজ মোরা দৃপ্ত অঙ্গীকার ;
” স্ব-জাতির এই জিল্লতি মোরা সহিবনা কভূ আর ” ।
হ্যাঁ, প্রয়োজন হলে আবার আমরা সবাই করিব যুদ্ধ ,
তবু পরাধীনতার শিকল উপড়ে ফেলব শিকড় সুদ্ধ ।
ধন্যবাদ আপনাকে সুন্দর কবিতা লেখার জন্য।
@মুসাফির,
আপনাকেও ধন্যবাদ উৎসাহিত করার জন্য।
ঐ কাঁটাতারে শুধু ফেলানী ঝোলেনি ঝুলেছে বাংলাদেশ ,
যার জন্য তিরিশ লক্ষ জীবন অকাতরে হল শেষ ।
@rasel ahmed,
ভালই লিখেছেন।
@হুমাইদ,
ধন্যবাদ।