মুসলিমদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে হাদিস
লিখেছেন: ' kawsartex' @ সোমবার, জুলাই ২, ২০১২ (৫:০৫ অপরাহ্ণ)
এক হাদিসে রসুলুল্লহ সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন “অতি শীঘ্র এমন জমানা আসবে মানুষ তোমাদেরকে খেয়ে ফেলার জন্য একে অপরকে এমন ভাবে দাওয়াত দিবে, যেমন খাওয়ার দস্তরখানে বসে একে অপরকে আপ্যায়ন করে ।”
সাহাবায়ে কেরাম (রা:) আরজ করলেন ইয়া রসুলুল্লহ (সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম) ! তখন কি আমাদের সংখ্যা অনেক কম থাকবে? রসুলুল্লহ (সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম) বললেন “না, তোমাদের সংখ্যা ঐ জমানায় অনেক বেশী হবে; কিন্তু তোমরা ঐ জমানায় বন্যার পানিতে ভাসমান ফেনার মত হবে, তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় দূর হয়ে যাবে এবং তোমাদের অন্তরে ওয়াহান পয়দা হবে। সাহাবায়ে কেরাম (রা:) জিজ্ঞাসা করলেন ওয়াহান কি ? রসুলুল্লহ (সল্লাল্ল-হু আলাইহি ওয়া সাল্লাম) বললেন দুনিয়ার মহব্বত ও মৃত্যুর ভয় ” । (তিরমিজি)
আলহাম্মদুলিল্লাহ।
খুবই প্রাসংগিক একটি হাদিস উল্লেখ করেছেন।