লগইন রেজিস্ট্রেশন

ব্লগ এবং ব্লগারের ভবিষ্যতের জন্য একটি পরিক্ল্পনা (সকলেই মত দিবেন আশা করি , হ্যা/না )

লিখেছেন: ' kawsartex' @ রবিবার, ডিসেম্বর ৯, ২০১২ (৮:০৪ পূর্বাহ্ণ)

একটি ভাবনা: ভাবনাটি হল– আপনার আমার জীবনের স্বাভাবিক মৃত্যুর কোন নিশ্চয়তা ? ঘর থেকে বের হলাম হয়ত এই গ্রাম ছেড়ে কোন কাজে ঢাকায় যাব। বাসটি একটি এক্সিডেন্টে পড়ে গেল খাদে অন্যদের মাঝে আমারও হল সেই রকম কোন পরিনতি- যা বর্তমান বাংলাদেশে অহরহই ঘঠে।

তারপর: কি হবে? এই যে ….. 2 বছর 4 মাস হতে চলল অনেক ব্লগারের ভিড়ে আমি এক নগন্য মানব সন্তান ঘন্টার পর ঘন্টা বসে পড়ি’ ব্লগের লেখাগুলি। কখনও কখনও দুচার কথা লিখিও- ফলে ঘুমোতে গিয়েও ভাবি-কেউ হয়ত আমার লেখায় মন্তব্য করল- জেগে উঠি, পোষ্ট দেখি, আবার মন্তব্য করি, মন্তব্য পাই কথা কাটাকাটি ঝগড়া, গালাগালি হজম, কী বোর্ডে অসংখ্য শব্দাবলীর সংযোজনে নিজের মতামত প্রতিষ্ঠার প্রয়াস চালাই। কিন্তু মতাদর্শের অমিল সত্যেও আমরা এই ভার্চুয়াল জগতে, একটি ছাদের নিচে, কতগুলি মানব প্রাণ, সকলেই চাই শান্তির জীবন। অতপর গন্তব্য আখিরাত… কেউ আগে, কেউ বা পরে, কেউ স্বাভাবিক ভাবে.. কেউবা অস্বাভাবিক ভাবে।

জন্ম, কর্ম, আর মৃত্যু, এই তিনটা সত্যের সমম্বয়ে যে জীবন- মৃত্যুর মাঝেই যদি আসে জীবনের পরিপূর্নতা। সেই সত্যের একটা অতিক্ষুদ্র অংশ হলেও অতিক্রান্ত করেছি এই এই ব্লগের ছায়ায়। কিন্তু আমার জীবনের অন্য ‍একটি সত্যের আহবানে- কোন কারনে হঠাত মৃত্যুর পর থেকে যাবে আমার এই লেখাগুলি। হয়ত বা আমাকে দাফন করা, অন্যকে চিতায় পোড়ানো, বা অন্য কাউকে অন্য কোন দিকে নিয়ে যাবার পরও এই ভার্চুয়াল জগতে আমার কোন লেখা পড়ে হয়ত মতাদর্শের অমিলের কারনে মনে মনে দিব গালি। অথবা আমার লেখার নিচে মন্তব্যের ঘরে আমার প্রতি প্রকাশ করা হলো ঘৃণা। কিন্তু আমিত নেই এর জবাব দেবার জন্য-প্রতিবাদ করার জন্য। উল্টোটাই যদি ভাবি হয়ত অন্য কেউ চলে গেল- এই পৃথিবীর সকল বন্ধন ছেড়ে… হয়তবা আমিই অজান্তে … তার প্রতি… আর ভাবতে পারিনা আমি।

এই ভার্চুয়াল জগতে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন ব্যয় করার পরে.. এই পৃথিবীর সকল বন্ধন ছেড়ে যাবার পরেও কি আমার এই ক্যাচালের জগত থেকে মুক্তি নেই। ক্যাচাল বাদ দিয়ে যদি বলি- অনেক ভাল লেখার সংকলন আমি পড়েছি.. এই ব্লগেই। যার মূল্য অনেক। কিন্তু তার (ব্লগারের) হঠাত অনুপস্থিতিতে তার পরিবার যদি না জেনে থাকেন বা না বুঝেন ব্লগ কি? তার প্রিয়জন দিনের পর দিন কি নিয়ে ব্যস্ত থাকতেন? অথবা সেই ভাল লেখকটির লেখাটি যদি না পড়তে পারেন-তার পরবর্তী প্রজন্মের কোন বংশধর। কি মুল্য রইল সেই ভাল লেখকটির ভাল কোন কর্মের? ঘন্টার পর ঘন্টা শ্রম দিয়ে লেখা ভাল কোন পোষ্ট যা তার পরবর্তী প্রজন্মকে কোন প্রভাবিত করতে পারলনা- শুধু এই ভার্চ‍ুয়াল জগত ছাড়া।

আমরা ব্লগের সকল ব্লগাররা যে কোন মতবাদের-ই হই সবাই ইসলামের কথা বলি। গালাগালি/ কাটাকাটি যাই করি সবার উদ্যেশ্ব অন্তত একটা দিকে মিলে যায় সেটা হলো সবাই চাই এই পৃথিবীটা শান্তির হোক। চাওয়ার পথ ভিন্ন হতে পারে- কিন্তু জয় হোক মানবতার। কিন্তু হঠাত কোন এক ব্লগারের এই পৃথিবীর নাড়ীর বন্ধন ছিড়ে যাবার পরেও মানবতার কল্যান চাওয়া সেই মানুষটির জন্য চলতে থাকল কিছু- ভার্চুয়াল গালি। সেটা কি মানবতার কল্যান চাওয়ার এক বিপরীত চিত্র হলোনা? নি:সন্দেহে এখানের এই ব্লগ কমিউনিটির সবাই মেধাবী তো বটেই। এমন কোন ব্যবস্থা কি আবিস্কার করা যায়না? এই পৃথিবীর নাড়ীর বন্ধন ছিড়ে যাওয়া সেই মেধাবী মানব সন্তানটির মৃত্যুর পরে তার লেখাগুলিতে কমেন্ট করার রাস্তা বন্ধ হয়ে যাবে। অথবা একটা মার্ক এসে যাবে যে তিনি আমাদের মাঝে আর নেই। অথবা এই ব্লগ পরিবার থেকে তিনি হারিয়ে গেছেন।

প্রযুক্তির মোহে আমরা যদি সবাই তো ভার্চুয়াল চরিত্র হয়ে গেলাম তাহলে মানবতার কল্যান চাওয়ার ফলাফল কি ভার্চুয়াল ভাবেই প্রতিষ্টিত হয়ে গেলনা? প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে আমরা কি পারিনা ব্লগকে সময় দেওয়া আমাদের এই ব্লগারগুলিকে অন্তত মৃত্যুর পরে হলেও যেন সীকৃতি দেওয়া হয় এই বলে যে: তিনি এই পরিবারেরই একজন সদস্য ছিলেন- তিনি আজ আমাদের মাঝে নেই। এর ফলে হয়ত তাঁর সেই মৃত বা হারিয়ে যাওয়া মানুষটির লেখা একটা “মার্কড” পজিশানে চলে যাবে।

একটি পরিক্ল্পনা: আপনার সমর্থন চাই।

নির্দিষ্ট কিছু ফি এর বিনিময়ে একটা আইডি কার্ড দেওয়া যেতে পারে (অবশ্য যারা নিতে আগ্রহী- আর ব্লগে লেখার স্ট্যান্ডার্ড উত্তীর্নের পরই পাবেন)
—————————————————————————
যাতে প্রথম পৃষ্ঠায় লেখা থাকবে:
ব্লগার/লেখক সীকৃতি কার্ড :
Peaceinislam Team:
http://www.peaceinislam.com
থাকবে peaceinislam টিম এর ঠিকানা ফোন নম্বর ও ই মেইল:

ব্লগারের প্রকৃত নাম : ………………………..
ব্লগারের ব্লগের ইউআর এল : ……………………………………………..
যে সকল নিকনেম নিয়ে তিনি লিখতেন : …………………………..
(ব্লগারের ইচ্ছানুযায়ী নোট করা যেতে পারে)
————————————————————————
অপর পৃষ্ঠায় : :
ঘোষনা : এই আইডি কার্ডধারী ব্যক্তি www.peaceinislam.com এর একজন ব্লগার/লেখক : তার অসুস্থতা, বা মৃত্যূ, ইত্যাদি কারনে এই আইডি কার্ড প্রাপ্ত ব্যক্তি বা পরিবারস্থ ব্যক্তি যে কোউ নিম্ন ঠিকানায় জানানোর জন্য অনুরোধ কর হলো।
(তাছাড়া উক্ত ব্লগারের লেখাগুলি যে কেউ উপরোল্লিখিত ইউআরএল গুলিতে পড়তে/দেখতে পারেন-ব্র্যাকেটকৃত এই অংশটুকু থাকতেও পারে-আবার না থাকলেও সমস্যা নাই)
ধন্যবাদ… peaceinislam টিম
————ঠিকানা—— ফোন:.. মেইল ইত্যাদি
—————————————————————————
এই কার্ড অনুসারে পরিবারস্থ লোক বা কার্ড পাওয়া ব্যাক্তি ম্যাসেজ পাঠাতে আগ্রহী হবেন। তারপর ম্যাসেজ পাওয়ার পর থেকেই উক্ত ব্লগারের লেখায় মন্তব্য করার রাস্তাটি বন্ধ করা যেতে পারে। অথবা মাইনাস বাটনের স্থলে লেখা থাকতে পারে-
হারিয়ে যাওয়া ব্লগার/ বা মৃত ব্লগার ইত্যাদি ।
————————————————————————–
এতে সুবিধা হলো: এই আইডি কার্ডটি তার পরিবারে থেকে যাবে। যা দিয়ে তার আত্মীয়-স্বজন কেহ ইন্টারনেট ব্যবহারে দক্ষ হলে: ব্লগারের লেখাগুলি দেখতে/পড়তে পারবেন।
—————————————————————————
যে ভাবে তৈরি হবে আইডি কার্ড:
ব্লগার তার লেখার স্ট্যান্ডার্ড অতিক্রম করতে পারলে : নোটিশ বক্সে একটা নোটিশ পাবেন। যাতে লেখা থাকতে পারে- আপনি www.peaceinislam.com ব্লগের ব্লগার আইডি কার্ড পাওয়ার যোগ্য হয়েছেন। আপনি ইচ্ছা করলে ……… টাকা ফি জমা দিয়ে আইডি কার্ড সংগ্রহ করতে পারেন। আপনার আইডি ফরমটি পুরন করতে হলে ‍নিম্ন লিঙ্কে ক্লিক করে আইডি ফরম পুরন করুন।
(আলাদা পেজে ভোটার আইডি কার্ড তৈরির মত ফরম বানানো যেতে পারে। যা ব্লগার নিজে পুরন করে জমা দিলে একটা কোড দেওয়া যেতে পারে- যে কোডটি দিয়ে যে কোন মোবাইল থেকে নির্দিষ্ট নম্বরে টাকা পাঠানো যাবে।

ব্লগার টাকা পাঠানোর পর কনফার্মেশন ম্যাসেজ পাবেন: এবং সময়মত তার ঠিকানায় ডাকে বা কুরিয়ারে আইডি কার্ড পাঠানো যেতে পারে।

আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম ।

মৃত্যুর পর ব্লগার গন কিভাবে জানবেন অথবা কারো মৃত্যুর পর কিভাবে জানবো এ ভাবনা ভাবছিলাম, হঠাৎ পেলাম নিচের ব্লগটি,

http://www.somewhereinblog.net/blog/mcsbd/29391053#c8251492

আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম
আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম YES/NO

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৬০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)