সুন্নাতের অনুসরনে হযরত জুনাইদ বাগদাদী
লিখেছেন: ' khayrul.s' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২২, ২০১১ (১:১৩ অপরাহ্ণ)
ছাহাবায়ে কেরামের মত আল্লহর অলীগন সুন্নাতের অনুসরনের প্রতি গুরুত্ব দিতেন। যার উজ্জল দৃষ্টান্ত হলেন হযরত জুনাইদ বাগদাদী। হযরত জুনাইদ বাগদাদী এক জন উচু মানের ওলি ছিলেন। একবার উনার কাছে এক ব্যক্তি প্রায় ২ মাস ছিল। তার বিদায়ের মুহুতে জুনাইদ বাগদাদী নিজের অভ্যাস অনুযায়ী নিজেই তাহার কামরায় তাশরীফ নিলেন মেহমানের বারংবার নিষেধ করা সত্তেও মালপত্র বাধতে এবং ছাওয়ারীর জন্য পানির ব্যবস্তা করতে সাহায্য করতে লাগলেন। মেহমান আশ্চয হয়ে গেলেন যে , এই ব্যক্তি কোন স্বভাবের মানুষ।
চলবে
২৬৭ বার পঠিত
lekha chali-a jan. Thankyou very much.
আল্লাহর ওলিগনের অবস্থাই আসলে ভিন্ন। তারা নিজেকে কত ছোট করে দেখতেন। আল্লাহু আকবার। চালিয়ে যান আল্লাহর ওলীদের জীবনী থেকে অনেক কিছু শিখার আছে।
সহমত