সুন্নতের অনুসরনে হযরত জুনাইদ বাগদাদী (র:)
লিখেছেন: ' khayrul.s' @ বুধবার, ফেব্রুয়ারি ২৩, ২০১১ (১১:৫১ পূর্বাহ্ণ)
বাকি অংশ
সমস্ত পৃথিবী জুড়ে তার নাম, অনেক মানুষ তার মুরিদ, এই মাটির মত নমরোতা, আমার মত সাধারন মানুষের প্রয়েজন মেটাতে একান্ত মনে করেন। ছামান প্রস্তত হয়ে গেছে এবং ছওয়ারী বিদাযের সন্নিকটে তখন হযরত জুনাইদ বাগদাদী মেহমানকে বললেন, এতদিন এখানে থাকলেন কিন্তু আপনী কিছু বললেননা যে কেন এখআনে এসেছিলেন এবং কেন এখন চলে যাচ্ছেন? হযরত জুনাইদ বাগদাদী (র:) এর এ প্রশ্ন শুনে মেহমান কিছুটা চিন্তিত হলেন যে, যদি আসল কথা বলি তাহলে সন্দেহ হচ্চে হযরত জুনাইদ বাগদাদী (র:) অন্তরে কস্ট পেতে পারেন। এবং না বলা হককে লুকিয়ে রাকা স্পষ্ট ভাষীদের কাছে ঠিক নয়। সে গভীর চিন্তায় নিমগ্ন হয়ে গেল। অন্তরের অবস্থা বুঝে হযরত জুনাইদ বাগদাদী (র:) বললেন, ” হে প্রিয় ভয় করা ও লজ্জার দরকার নাই, যাহা কিছু বলার আছে পরিস্কার বলে দাও, আমরা যে স্থরের সাথে সম্পক রাখি, যে কুন কথাকে খারাফ মনে করিনা।
চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
কি ভাই শেষ নাকি চলবে? চালিয়ে যান। আপনাকে ধন্যবাদ।
বানান কিছু ভুল আছে , লেখা চালিয়ে যান ।