লগইন রেজিস্ট্রেশন

সুন্নতের অনুসরনে হযরত জুনাইদ বাগদাদী (র:)

লিখেছেন: ' khayrul.s' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৪, ২০১১ (১০:৩০ পূর্বাহ্ণ)

বাকি অংশ,,,,,,,,,,,,
হযরত জুনাইদ বাগদাদী (র:) এর কথা শুনার পর মেহমানের মাজে সামান্য সাহস আসল, লজ্জিত মন নি্যে বলতে লাগল, ” হযরত ভুল মাফ করবেন, আমি দুর দেশের অধিবাসী আমি একথা শুনে এসেছিলাম যে, আপনি অত্যন্ত কেরামত ওয়ালা ব্যক্তি এবং বড় ওলী, কিন্তু আক্ষেপের সাথে বলতে বাধ্য হচ্ছি যে, এতদিন আমি আপনার এখানে ছিলাম কিন্তু কুন কেরামত ও ওলা্যত দেখিনাই। এজন্য নিরাশ হয়ে এখন ফিরে যাচ্ছি। হযরত জুনাইদ বাগদাদী (র:) মুচকি হাসলেন, বললেন ” আমার দুস্ত, একটি কথা বল? আপনি এতদিন আমার সাথে ছিলেন, এতদিনে আমর কুনো আমল আল্লাহর হুকুম এবং রাসুলুল্লাহ (স:) এর সুন্নতের খিলাফ দেখেছেন? মেহমানের সুঝা উত্তর না, আমি দেখি নাই। হযরত জুনাইদ বাগদাদী (র:) বললেন ভাই, এটা আমার ওলায়ত ও কেরামত। আমার তরিকার প্রান ও উদ্দ্যশ্য হলো, বাণ্দার কুন পাও যেন প্রভুর নিদেশের বিপরিত না উঠে। এবং জীবনের প্রতিটি মুহুত তার স্বরনে হয়ে যায়। বাতাসে উড়ে যাওয়া, পানিতে ভেসে যাওয়া এটা তেমন বড় কেরামত নয়। বরং আসল কেরামত হল কুন আমল ছরকারে দুজাহান ছাল্লাল্লাহু আলাইহিওয়াছাল্লাম এর ছুন্নতের বিপরিত না হয়। সুন্নত হল প্রকত শক্ত রাস্তা যার উপর চলে মুক্তির পথ পাওয়া যায়।
আসুন আমরা সকলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সুন্নতের পথে রাখেন। আমিন।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩২৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৬ টি মন্তব্য

  1. বাতাসে উড়ে যাওয়া, পানিতে ভেসে যাওয়া এটা তেমন বড় কেরামত নয়। বরং আসল কেরামত হল কুন আমল ছরকারে দুজাহান ছাল্লাল্লাহু আলাইহিওয়াছাল্লাম এর ছুন্নতের বিপরিত না হয়। (Y) (Y) (Y) আল্লাহ তায়ালা আমাদেরকে সুন্নাত মুতাবেক জীবন যাপন করার তাওফিক দান করুন। আমীন আপনাকে ধন্যবাদ।

    khayrul.s

    @মুসাফির,
    আপনাকেও ধন্যবাদ।

  2. ধন্যবাদ লেখার জন্য ।

    জাজাকাল্লাহ ।

  3. বাতাসে উড়ে যাওয়া, পানিতে ভেসে যাওয়া এটা তেমন বড় কেরামত নয়। বরং আসল কেরামত হল কুন আমল ছরকারে দুজাহান ছাল্লাল্লাহু আলাইহিওয়াছাল্লাম এর ছুন্নতের বিপরিত না হয়। সুন্নত হল প্রকত শক্ত রাস্তা যার উপর চলে মুক্তির পথ পাওয়া যায়

    (F) (F) (F) (F) (F) (Y) (Y)

  4. খুব ভাল লিখেছেন ধন্যবাদ