আমরা নবীর মুহাম্মাদ সঃ এর সুন্নত থেকে কুরআন থেকে অনে…….ক দূরে যেমন দূরত্ব পূর্ব ও পশ্চিমের।
লিখেছেন: ' lipu_001' @ মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০১০ (৯:০৭ পূর্বাহ্ণ)
আমরা আমাদের দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে ইসলামকে ভুলেই গেছি।কর্মে,চিন্তায় কোথাও ইসলামের ছাপ নেই।এ সমাজ ইহুদী সমাজে পরিণত হচ্ছে।যেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ইসলামিক আইন থাকার কথা সেখানে কিনা অবাধ ব্যাভিচার,অনাচার কিভাবে ব্দ্ধি পেয়েছে?আজ আমাদের ইসলামের উপর থাকার কথা,কিন্তু তা না থেকে আমরা ইসলামকে থোরাই কেয়ার করছি।ভার্সিটি,বিবিএ,চাকরি,অর্থ এ সবকিছুকে আমরা পূজা করছি আর ইসলামের বাণীকে মিথ্যা ভাবছি,কিন্তু কেন?আমরা কখনো একবারও কি আল্লাহ ও তাঁর রাসূলকে মন দিয়ে স্মরণ করি?যারা অনেক টাকার মালিক তারা তো নিজেদের ফেরাউন ভাবে।আমরা আজ অর্থ কে উপাসনা করছি,আমরা অবশ্যই আল্লাহর আজাবের সম্মুখীন।আল্লাহ জ্বিন ও মানুষকে শুধু তাঁর এবাদতের জন্য তৈরি করেছেন,আর তাই আমাদের প্রথম কাজ ইসলামের উপর ইলম অর্জন করা।আমরা মুসলিমরা অধঃপতনের চূড়ান্ত সীমায় আছি।
ধন্যবাদ। আমরা অধিকাংশই ইহুদীদের বন্ধু হয়ে গিয়েছি। আল্লাহ ও তাঁর রাসূলকে মন দিয়ে স্মরণ করার সময় পাই না এবং সময় পেলেও তা অনর্থক বিযয়ে ব্যয় করি। পবিত্র কুরআন ও হাদিস পড়ি না।পরিবর্তে ‘ডিসে’ নাটক/সিনেমা নিয়ে ব্যস্থ থাকি। যেগুলি মানুষকে আল্ল্রাহর পথ থেকে দূরে নিয়ে যায়। কিন্তু আমরা অধিকাংশই বুঝে উঠতে পারি না। উপরন্ত্ু পবিত্র কুরআনের আয়াতকে অস্বীকার করে আইন তৈরী করি। এতে শয়তান মহাখুশি। যারা শয়তানকে খুশি করে -মহান আল্লাহ পাক তাদেরসহ শয়তানের জন্য রেখেছেন মহাঅগ্নি। আল্লাহর লানত তাদের জন্য। আমীন