লিখেছেন: ' lipu_001' @ বুধবার, সেপ্টেম্বর ২২, ২০১০ (৮:৪৪ অপরাহ্ণ)
ধুমপান ইসলামে নিষিদ্ব হয়েছে।কারণ এর মাধ্যমে কোন উপকার তো হয়ই না বরং ক্ষতি হতে চলেছে।তাছাড়া পবিত্র হাদীস শরীফে আছে যে যে কোন কিছুর উপর টানা আসক্তিই হারাম।তাই ধুমপান তো সবার আগে হারাম।ধুমপান হল যে কোন মারাত্মক ক্ষতিকর নেশার দরজা।তাই আসুন ইসলামের অনুশাসনে মাদক মুক্ত করার স্বপ্ন দেখি।
২৬ বার পঠিত