বর্তমান মুসলিম নামধারী সমাজ
লিখেছেন: ' lipu_001' @ রবিবার, অক্টোবর ৩, ২০১০ (১১:৩১ পূর্বাহ্ণ)
ইসলাম কখনো বিকৃত হবে না তবে মুসলিমরা বিকৃত হচ্ছে চরমভাবে।বলা যায় মুসলিমরা এখন যে ব্যবস্থায় নিজেদের পরিচালিত করে তা ইয়াহুদী ও নাসারাদের থেকেও জঘন্য কিংবা তাদের সমতুল্য।এখন মুসলিমরা ইসলাম থেকে অনেক দূরে।তারা নিজেদের মাঝে ঝগড়া করে,মুসলিম হয়েও ধর্মনিরপেক্ষ সরকার চালু করে
৭১ বার পঠিত
বস্তুতঃ অধিকাংশ মুসলিমরা ইসলাম থেকে অনেক দূরে। আমরা কুরআন পড়ি সুর করে এবং না বুঝে।হাদিস পড়ার সময় পাই না। টেলিভিষনে ঘন্টার পর ঘন্টা খেলা দেখে সময় নষ্ট করি ।কাজেই আমরা নিজেরাই এর দায়ী এবং অধিকাংশ নামধারী হুজুরেরা আমাদেরকে উৎসাহিত করেন না কুরআন ও হাদিস পড়তে।