সময়ের আপেক্ষিকতা
লিখেছেন: ' loner' @ বুধবার, জুলাই ৭, ২০১০ (৯:২৪ পূর্বাহ্ণ)
আমরা যারা বিজ্ঞান নিয়ে সামান্য লেখাপড়া করেছি, তারা সময়ের আপেক্ষিকতার কথা জেনে থাকবো । বিজ্ঞানভিত্তিক ঐ আপেক্ষিকতার সাথে গতি, ভর ইত্যাদির জটিল সম্পর্ক ও সমীকরণ রয়েছে। এছাড়া আরেক ধরনের আপেক্ষিকতা আমরা আমাদের দৈনন্দিন জীবনে এমনিতেই দেখতে পাই। Inter-personal এবং intra-personal পরিসরেও আমরা সময়ের মাপ-ঝোকের তারতম্য হতে দেখি। যেমন ধরুন কোন একজন মানুষ একজন ব্যক্তি “ক”-কে সময় দিতে কোন কার্পণ্য করবেন না অথচ, হয়তো দেখা যাবে যে, অপর একজন মানুষ “খ” যদি তার কাছে কোন কাজে আসেন, তবে তিনি ভাবটা দেখাবেন যে, তিনি বড়ই ব্যাস্ত – তার জীবনে সময়ের খুবই অভাব! এতো গেল অন্য মানুষের সাথে সম্পর্কের কথা। অন্য কোন মানুষের সাথে সম্পর্ক ছাড়াও, মানুষের নিজের ভেতরে যে নিজস্ব একটা জগত রয়েছে – সেখানেও সময়ের আপেক্ষিতা দেখা যায়। যেমন কাউকে মধ্যরাতের পরে বা শেষ রাতে দেখা যায় ব্লগিং করে চলেছেন – আবার ঐ একই মানুষকেই হয়তো দেখা যাবে যে, তিনি নিজের পড়ালেখা বা কাজের ব্যাপারে উদাসীন। টাকা পয়সা সংক্রান্ত একটা কথা প্রচলিত আছে: A dollar saved is a dollar earned! এই কথাটাই আরো একটু ঘুরিয়ে এভাবে বলা হয়ে থাকে: যারা ধনী – তারা আসলে ধনী হন কিভাবে খরচ করতে হয় সে ব্যাপারে তাদের প্রজ্ঞাবশত। তারা যে পয়সা প্রাথমিকভাবে উপার্জন করে থাকেন, তা হয়তো আরো অনেকেই উপার্জন করে থাকবেন – কিন্তু খরচ করার বেলায় বা বিনিয়োগ করার বেলায় তাদের প্রজ্ঞা, তাদের ধনী হবার পেছনে একটা অন্যতম প্রধান কারণ। এভাবে চিন্তা করলে নিজের জীবনের সময় যথেচ্ছ ব্যয় করে, পৃথিবীর উপর নিজের বঞ্চিত হবার দায়ভার অর্পণ করা কতটুকু সঙ্গত – সেটা নিয়ে বোধহয় ভাববার অবকাশ রয়েছে। “এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়” – এরকম চেতনার আলোকেই – ব্লগিং করে জীবন কাটিয়ে দেয়া যুবক-যুবতীদের দেখে, আমি ব্যাপারটা নিয়ে বিচার বিশ্লেষণ করা জরুরী মনে করছি! আপনারা কি মনে করেন? জানালে বাধিত হবো!!
ভাই, আপনার প্রশ্নটা পরিস্কার না , সরাসরি জিজ্ঞেস করুন ।
@হাফিজ, সাধারণভাবে আমরা (মুসলিমরা) সকলে, আর বিশেষভাবে আমাদের যুব সমাজ যেভাবে ব্লগিং করে, কথার পিঠে কথা বলে/লিখে জীবনের মূল্যবান সময় কাটিয়ে দিচ্ছে – এটাই সময়ের best utilization কি না?
@loner, কখনই নয়, এইজন্য শুধুমাত্র ইসলামবিষয়ক “মুল মেসেজ” টা জানিয়ে দেয়াই উত্তম । কারো কোনো কনফিউশন থাকলে একবার ব্যাখ্যা করলেই হোলো । কথার পিঠে কথা বলে তর্ক করার কোনো মানে হয় না ।
তবে এটাও ঠিক , অন্য আজেবাজে সাইটে ব্লগিং করে সময় নষ্ট করার চেয়ে , ইসলামিক সাইটে ব্লগিং করা অনেক ভালো ।