লগইন রেজিস্ট্রেশন

হায়রে শহীদেরা!!

লিখেছেন: ' লুৎফর ফরাজী' @ রবিবার, জুন ৫, ২০১১ (৮:৩৬ পূর্বাহ্ণ)

দুর্ভাগা আমি। স্বাধীনতা সংগ্রাম দেখিনি। দেখিনি স্বাধীনতার জন্য পাগল আমাদের পূর্বসূরীদের টগবগে যৌবনের ‎বীরত্বপূর্ণ আত্মত্যাগ। দেখিনি পাকিস্তানী হায়েনাদের নির্মমতা। আমাদের মা-বোনের গগনবিদায়ী ‎আর্তনাদ। দেখিনি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের দীপ্ত ভাষণ। শুনিনি কালুর ঘাট বেতার ‎কেন্দ্র থেকে প্রচারিত শেখ মুজিব স্বাক্ষরিত স্বাধীনতার ঘোষণা জিয়ার প্রদীপ্ত কণ্ঠে। হায়েনা গাদ্দার ‎রাজাকার আল বদর আল শামছের নিষ্ঠুরতা। দেখিনি সন্তান হারানো দুঃখিনী মায়ের শেষ রাতের অঝর ‎ক্রন্দন। আল্লাহর আরশও কেঁপে যেতো যেই কান্নার তীব্রতায়। দেখিনি রক্তের হোলি খেলায় মত্ত পাক নরপশুদের উদ্দাম উল্লাস। দেশীয় গোক্ষরদের শয়তানী হাসি। রক্তস্রোত ডিঙ্গে। জালিমের নিম্রমতা ভেদ ‎করে উঠা স্নিগ্ধালোয় উদ্ভাসিত স্বাধীনতার প্রদীপ্ত দিবাকর দেখার সৌভাগ্যও আমার হয়নি। কারণ আমি যে ‎তখন জন্মই নেইনি

তবে শুনেছি মনভরে। পড়েছি আকুল হয়ে। আমাদের বীরত্বমাখা ইতিহাস। গর্বে বুকটা ভরে উঠেছে। ‎আমরা মাথা নত করা জাতি নই। চির উন্নত মম শির, শির নেহারী আমারী নত শির ঐ শিখর হিমাদ্রীর। ‎চোখ থেকে ঝরে পরেছে মনের অজান্তে তপ্ত অশ্রু। হায়! ওরাইতো ছিল মানুষ। নিজের জীবন দিয়ে ‎দেখিয়ে গেছেন কেমন করে ভালবাসতে হয় দেশকে। যে মা-বোনের ঘোমটা দেয়া মুখটি দেখতে পেতোনা ‎প্রতিবেশিও, সেই তাদের হানাদার অমানুষরা করেছে বেইজ্জত।

দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা ঐ সকল শহীদদের সঠিক কদর কী আমরা করছি?

জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন-যেই স্বাধীন দেশে আমরা আজ দম্ভ করে ঘুরে বেড়াই। যাদের জন্য ‎অর্জিত এই সুন্দর আমাদের দেশ। তাদের জন্য আমরা কী করছি? আমার জনা মতে এ দেশের শহীদ ‎হওয়া অধিকাংশ শহীদ ছিলেন মুসলমান। মুসলমান বলেই আমরা জানি-কবরে একজন মুসলমান কতটা ‎অসহায়। দুনিয়ার মানুষের অশ্রুঝড়ানো দু’য়ার কতটা কাঙ্গাল হয়ে অপেক্ষা করে তারা। একটু দু’য়া, আর ‎কুরআন তিলাওয়াত তাদের কবরকে কতটা সুখে করে আচ্ছাদিত। কিন্তু আফসোস! আমরা স্বাধীনতা আর ‎বিজয় দিবসে তাদের জন্য ফুলেল শুভেচ্ছা আর দেশের গান গাইলেই মনে করি তাদের প্রতি আমাদের ‎দায়িত্ব শেষ। অথচ এই ফুলের বিসর্জন থেকে তারা শতকোটি গুন বেশি খুশি হতো আমাদের মুসলমান ‎শহীদেরা, যদি তাদের জন্য কুরআনখানি হতো। অশ্রুবন্যায় প্লাবিত দু’য়া তাদের জান্নাতি মাকামকে ‎করতো আরো উর্দ্ধমুখী। কিন্তু তবলা আর হারমোনিয়ামের ঝংকারে তাদের কবরে আমরা কি পৌঁছাচ্ছি ‎একবার ভাবার কী দরকার মনে হয় আমাদের? আমরা কী মেনে নিব-যাদের জন্য আমাদের এতো ‎আত্মত্যাগ তারা আমাদের মৃত্যু দিবসে আমার জন্য গান গেয়ে আমার কবর আযাবের কারণ হবে???‎
শুধু আবেগ নয় শান্ত মস্তিষ্কে বিষয়টি নিয়ে ভাবার জন্য সবার প্রতি আমার আকুল আবেদন রইল।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৮ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)

৩ টি মন্তব্য

  1. আবেগ ভরা লেখা। পড়ে খুব ভাল লাগল। (Y)

    lutforfarazi

    @রাসেল আহমেদ, আপনার ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লাগছে। আল্লাহ আপনাকে কবুল করুন। আমীন।

  2. দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা ঐ সকল শহীদদের সঠিক কদর কী আমরা করছি? অবশ্যই না? লেখকের সাথে সহমত।