হায়রে শহীদেরা!!
লিখেছেন: ' লুৎফর ফরাজী' @ রবিবার, জুন ৫, ২০১১ (৮:৩৬ পূর্বাহ্ণ)
দুর্ভাগা আমি। স্বাধীনতা সংগ্রাম দেখিনি। দেখিনি স্বাধীনতার জন্য পাগল আমাদের পূর্বসূরীদের টগবগে যৌবনের বীরত্বপূর্ণ আত্মত্যাগ। দেখিনি পাকিস্তানী হায়েনাদের নির্মমতা। আমাদের মা-বোনের গগনবিদায়ী আর্তনাদ। দেখিনি বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের দীপ্ত ভাষণ। শুনিনি কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে প্রচারিত শেখ মুজিব স্বাক্ষরিত স্বাধীনতার ঘোষণা জিয়ার প্রদীপ্ত কণ্ঠে। হায়েনা গাদ্দার রাজাকার আল বদর আল শামছের নিষ্ঠুরতা। দেখিনি সন্তান হারানো দুঃখিনী মায়ের শেষ রাতের অঝর ক্রন্দন। আল্লাহর আরশও কেঁপে যেতো যেই কান্নার তীব্রতায়। দেখিনি রক্তের হোলি খেলায় মত্ত পাক নরপশুদের উদ্দাম উল্লাস। দেশীয় গোক্ষরদের শয়তানী হাসি। রক্তস্রোত ডিঙ্গে। জালিমের নিম্রমতা ভেদ করে উঠা স্নিগ্ধালোয় উদ্ভাসিত স্বাধীনতার প্রদীপ্ত দিবাকর দেখার সৌভাগ্যও আমার হয়নি। কারণ আমি যে তখন জন্মই নেইনি
তবে শুনেছি মনভরে। পড়েছি আকুল হয়ে। আমাদের বীরত্বমাখা ইতিহাস। গর্বে বুকটা ভরে উঠেছে। আমরা মাথা নত করা জাতি নই। চির উন্নত মম শির, শির নেহারী আমারী নত শির ঐ শিখর হিমাদ্রীর। চোখ থেকে ঝরে পরেছে মনের অজান্তে তপ্ত অশ্রু। হায়! ওরাইতো ছিল মানুষ। নিজের জীবন দিয়ে দেখিয়ে গেছেন কেমন করে ভালবাসতে হয় দেশকে। যে মা-বোনের ঘোমটা দেয়া মুখটি দেখতে পেতোনা প্রতিবেশিও, সেই তাদের হানাদার অমানুষরা করেছে বেইজ্জত।
দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা ঐ সকল শহীদদের সঠিক কদর কী আমরা করছি?
জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন-যেই স্বাধীন দেশে আমরা আজ দম্ভ করে ঘুরে বেড়াই। যাদের জন্য অর্জিত এই সুন্দর আমাদের দেশ। তাদের জন্য আমরা কী করছি? আমার জনা মতে এ দেশের শহীদ হওয়া অধিকাংশ শহীদ ছিলেন মুসলমান। মুসলমান বলেই আমরা জানি-কবরে একজন মুসলমান কতটা অসহায়। দুনিয়ার মানুষের অশ্রুঝড়ানো দু’য়ার কতটা কাঙ্গাল হয়ে অপেক্ষা করে তারা। একটু দু’য়া, আর কুরআন তিলাওয়াত তাদের কবরকে কতটা সুখে করে আচ্ছাদিত। কিন্তু আফসোস! আমরা স্বাধীনতা আর বিজয় দিবসে তাদের জন্য ফুলেল শুভেচ্ছা আর দেশের গান গাইলেই মনে করি তাদের প্রতি আমাদের দায়িত্ব শেষ। অথচ এই ফুলের বিসর্জন থেকে তারা শতকোটি গুন বেশি খুশি হতো আমাদের মুসলমান শহীদেরা, যদি তাদের জন্য কুরআনখানি হতো। অশ্রুবন্যায় প্লাবিত দু’য়া তাদের জান্নাতি মাকামকে করতো আরো উর্দ্ধমুখী। কিন্তু তবলা আর হারমোনিয়ামের ঝংকারে তাদের কবরে আমরা কি পৌঁছাচ্ছি একবার ভাবার কী দরকার মনে হয় আমাদের? আমরা কী মেনে নিব-যাদের জন্য আমাদের এতো আত্মত্যাগ তারা আমাদের মৃত্যু দিবসে আমার জন্য গান গেয়ে আমার কবর আযাবের কারণ হবে???
শুধু আবেগ নয় শান্ত মস্তিষ্কে বিষয়টি নিয়ে ভাবার জন্য সবার প্রতি আমার আকুল আবেদন রইল।
আবেগ ভরা লেখা। পড়ে খুব ভাল লাগল।
@রাসেল আহমেদ, আপনার ভালো লেগেছে শুনে আমারও অনেক ভালো লাগছে। আল্লাহ আপনাকে কবুল করুন। আমীন।
দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করা ঐ সকল শহীদদের সঠিক কদর কী আমরা করছি? অবশ্যই না? লেখকের সাথে সহমত।