লগইন রেজিস্ট্রেশন

কথিত আহলে হাদীস মতবাদের সিটিস্ক্যান করতে আসছেন মদীনা ভার্সিটির স্কলার মুফতী রফীকুল ইসলাম মাদানী

লিখেছেন: ' লুৎফর ফরাজী' @ বুধবার, জুন ১৯, ২০১৩ (১:০০ অপরাহ্ণ)

“রদ্দে গায়রে মুকাল্লিদিয়্যাত” শীর্ষক সেমিনার-২০১৩

স্থান- জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা মিলনায়তন
তারিখঃ-২০শে জুন ২০১৩ ঈসাব্দ মোতাবিক ১১ই শাবান রোজ বৃহস্পতিবার
সময়ঃ বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত

প্রধান আলোচকঃ

হযরত মাওলানা মুফতী রফীকুল ইসলাম মাদানী দা.বা.
লিসান্সঃ ইসলামী বিশ্ববিদ্যালয়, মদীনা শরীফ
মুহাদ্দিসঃ ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা।

লেখক- মাযহাব মানি কেন?

গায়রে মুকাল্লিদ তথা কথিত আহলে হাদীস ফিতনা সম্পর্কে সম্মক অবগতি লাভ করে দ্বীনের সহীহ রাস্তায় অটল থাকার প্রত্যয়ে উক্ত মজলিসে সকলে উপস্থিত হওয়ার চেষ্টা করি।

আয়োজক
জামিয়াতুল আস’আদ আলইসলামিয়া ঢাকা
[ইসলামী ফিক্বহ ও দ্বীনী বিষয়ের গবেষণামূলক উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান]
১৩৮/৫/ডি, জামতলা, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
মোবাইল-০১৭৬২১২১০৯৩, ০১৮১৮৭৮১৩৮৩, ০১৭২৩৭৮৫৯২৫।

চোখ রাখুন- http://jamiatulasad.com/

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৪১০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

২ টি মন্তব্য

  1. আহলে হাদীস সম্প্রদায়ের টোটাল কর্মকান্ড নিয়ে আমার বিশ্লেষন এতটুকু: ( আল্লাহ ভাল জানেন ) এটা ইংরেজ টেররির তৈরি একটি দল। আলবানী- আসকালানী-জাওঝিয়্যার ধূয়া তূলে নজদী – ও খোদ ইবনে সাউদের আদর্শ থেকে ছিটকে এসে এরা বর্তমানে স্রেফ একটি বিশেষ রাজ্যসরকারের খেদমতে ব্যাস্ত। শরীয়ার ব্যাপক তাহরীফ ( অপব্যাখা-বিভ্রান্তিকর ব্যাখা ও স্বার্থ সংশ্লিষ্ট ব্যাখায় লিপ্ত) যাদের মৌলিক কাজ হল রাজতান্ত্রিক সৌদি সরকারের লেজুরবৃত্তি করতে শরয়ী আবরণ তৈরি করা।
    আল আজহার, দামেষ্ক, হিন্দুস্তান অঞ্চলের অনেক প্রখ্যাত আলেম এমনকি খোদ সৌদি অনেক আলেম কথীত সালাফি বা আহলে হাদিস ( প্রকান্তরে আহলে হদস -বিদাত-) সম্প্রদায়ের গঠন মুলক সমালোচনা করেন।
    এমন কঠিন সময়ে আমাদের একটি দোয়া কায়মনোবাক্যে আল্লাহর নিকট করা উচিত যে, اللهم ارنا الحق حقا وارزقنا إتباعه ـ و أرنا الباطل باطلا وارزقنا إجتنابه হে পরোয়ারদেগার! সত্যকে সত্য হিসেবে চেনার ও মানার তৌফিক দাও, মিথ্যাকে মিথ্যা হিসেবে বুঝার ও তা থেকে বেচে থাকার তৌফিক দাও। ” আমীন