ইভ টিজিং না লিলিথ টিজিং?
লিখেছেন: ' লুৎফর ফরাজী' @ মঙ্গলবার, মে ৩১, ২০১১ (১:৩৬ অপরাহ্ণ)
ইভ মানে কী? টিজ শব্দটা ইংরেজী, যার অর্থ হল-বিরক্ত করা, জ্বালাতন করা, নির্যাতন করা ইত্যাদি। কিন্তু ইভ মানে কী? এটা ইংরেজী শব্দ না, এটা হিব্রু শব্দ। যা মূলত নেয়া হয়েছে খৃষ্টানদের বাইবেল ও ইহুদিদের পুরাণে বর্ণিত আদি মানব সৃষ্টির গল্প থেকে।
যতটুকু জানা যায় আল্লাহ প্রথমে এডামকে (আদম আ:) সৃষ্টি করার পর তার জন্য একজন সঙ্গিনী সৃষ্টি করলেন যার নাম ছিল “লিলিথ”। লিলিথ ছিল উগ্রপন্থী, স্বামীর কথা শুনত না, যৌনতার ক্ষেত্রেও সে ছিল বিকৃত মানসিকতার স্বীকার। বলা হয় সে রাগ করে জান্নাত থেকে তথা স্বামীর ঘর থেকে বের হয়ে বাহিরে চলে যায় উগ্র হয়ে।
অবশেষে এডাম (আদম আ:) বিরক্ত হয়ে আল্লাহর কাছে আবেদন করলেন-“হে আল্লাহ! আমার জন্য একজন অনুগত সঙ্গিনী সৃষ্টি করে দাও যে আমার কথামত চলবে। উগ্রতা করবে না, আমার গৃহ জান্নাত থেকে বাহিরে যাবেনা আমার অনুমতি ছাড়া।” তারপর আল্লাহ তায়া’লা তার আবেদন অনুযায়ী এডামের বাম পাঁজর থেকে ইভকে সৃষ্টি করলেন। যেই “ইভ” ছিল আনত নয়না, মিষ্টিভাষী, বিনম্র, বেপর্দা হয়ে বাহিরে বের হয়না।
পুরাণের এই বর্ণনা মেনে নিলে আমরা নির্দ্বিধায় বলতে পারি আমাদের দেশের কোথাও “ইভ টিজিং” হয়না, বরং “লিলিথ টিজিং” হয়। সারা দেশের কোথাও ইসলামী শরীয়তের পবিত্র বিধান মেনে যে সকল মেয়ে বের হয় তারা কখনো রাস্তায় পিচ্চি ছেলের নোংরা উক্তির স্বীকার হয়না। বরং অতি আধুনিকা, অশালীন পোশাক পরিহিতা, উগ্র লিলিথরাই ভিকটিম হচ্ছে আজকের সমাজে। একটু খোলা মন নিয়ে দেখলেই আমরা বিষয়টির বাস্তবতা দেখতে পাবো।
বিনম্র ইভ নয়, বেপর্দা লিলিথই’ টিজের স্বীকার। তাই আসুন এখন থেকে “ইভ টিজিং নয়, বলি লিলিথ টিজিং।” নিজেদের মা-বোনের মত মেয়েদের যেসব বখাটেরা নোংরা উক্তি করে আসুন তাদের বুঝিয়ে এ ঘৃণ্য কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করি। চব্বিশ ঘন্টা “প্রেম আর সন্ত্রাস ও প্রেমের জন্য মা-বাবার সাথে বেয়াদবি করা বৈধ” শিক্ষা দানকারী ডিশ কালচারের যুগে আইন নয় নৈতিকতা জাগরণই মুল হাতিয়ার হতে পারে।
বি:দ্র: লিলিথ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.somewhereinblog.net/blog/benqt60/28865952
***
লুৎফুর রহমান ফরায়েজী
ইমেইল-lutforfarazi@yahoo.com
@hafes_alamin,আপনাকে ও অনেক ধন্যবাদ।
মেয়েরা যদি শরিয়তের বিধান মেনে চলত তাহলে দেশে ইভ টিজিং এর মত জঘন্য অপরাধ অনেকাংশে কমে যেত। ধন্যবাদ আপনাকে
@মুসাফির, এর সাথে ডিশ আর মিডিয়ার নোংরামী বন্ধ না হলে আমাদের পরবর্তী প্রজন্ম আরো ভয়ানক ঘৃন্যতায় পতিত হবে। আল্লাহ তায়ালা আমাদের হিফাযত করুন।
সুন্দর লিখেছেন ধন্যবাদ।
@রাসেল আহমেদ, আপনাকেও ধন্যবাদ, ভাই রাসেল, আমার সকল লেখায় উৎসাহ দেয়ার জন্য।
আপনাকে ধন্যবাদ। সত্য ইতিহাসটি জানানোর জন্য।