কিয়ামাতের দিন সৌভাগ্যবান সাত ব্যক্তি
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বুধবার, জুন ২২, ২০১১ (৩:১২ অপরাহ্ণ)
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্নিত। রাসূলুল্লাহ সা. বলেছেন : সাত শ্রেনীর লোকদের আল্লাহ কিয়ামতের দিন তাঁর রহমতের ছায়ায় আশ্রয় দান করবেন, যেদিন তাঁর ছায়া ব্যতিত আর কোন ছায়া থাকবে না। ১.ন্যায় বিচারক ইমাম বা নেতা ২.ঐ যুবক যে আল্লাহ তাআলার ইবাদাতের মধ্যে …প্রতিপালিত হয়েছে। ৩.ঐ ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকে ৪.ঐ দু ব্যক্তি যারা আল্লাহরই জন্য তারা পরষ্পরকে ভালবাসে, আল্লাহর জন্যই পরষ্পর একত্রিত হয় এবং বিচ্ছিন্ন হয় ৫. ঐ যুবক যাকে অভিজাত বংশীয় কোন সুন্দরী রমণী কুকর্মে আহ্বান জানায়, জবাবে সে বলে, আমি আল্লাহকে ভয় করি ৬.ঐ লোক যে গোপনে দান করে, এমন কি তার ডান হাত কি দান করেছে বাম হাতও তা জানে না। ৭. ঐ ব্যক্তি যে একাকী নিভৃতে আল্লাহকে স্মরন করে দুচোখ থেকে অশ্রু প্রবাহিত করে। —আল হাদীস (সহীহ আল বুখারী ও সহীহ মুসলিম)/
আল্লাহ তায়ালা আমাদের কে সেই সমস্ত ব্যক্তি বর্গের অন্তর্ভূক্ত করুন।