সকলের কাছে দোয়া চাই!!! আল্লাহ পাক যেন হাজ্জে মাবরুর করার তেীফিক দান করেন।
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ শনিবার, অক্টোবর ২২, ২০১১ (১২:২২ অপরাহ্ণ)
প্রিয় ব্রগ ভাই এবং বোনরা (লেখক/লেখিকা এবং পাঠক/পাঠিকা)আমি ইন শা-আল্লাহ আগামী ২৫ অক্টোবর-২০১১ তারিখে হজ্জে যাচ্ছি।
আল্লাহ চাহে তো যথা সময়ে আবার বাংলাদেশে ফিরবো। আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ তায়ালা যেন আমাকে এবং সকল হাজীদের সুস্থ রাখেন এবং তার হুকুম আহকাম যথাযথ পালন করতে পারি, সে তেীফিক দান করেন। আল্লাহ পাক যেন হাজ্জে মাবরুর করার তেীফিক দান করেন।
যেভাবে হজ্জ করলে আল্লাহ পাক রাজি খুশি হয়,সে ভাবে যেন হজ্জ সম্পাদন করতে পারি।
রাসূলে কারিম সালল্লাহু আলাইহি ওয়সাল্লামের রওজা আতহারে গিয়ে রাসূলে কারিম সালল্লাহু আলাইহি ওয়সাল্লামকে প্রান খুলে সালাম ও দুরদ পেশ করতে পারি এবং সারাটি জিবন যেন আল্লাহ পাকের হুকুম ও রাসুলে কারিম সালল্লাহু আলাইহি ওয়সাল্লামের সুন্নাত গুলো পুরাপুরি ভাবে আদায় করতে পারি। হে প্রভূ !আমাকে এবং সকল হাজী ভাইদের সহ সারা পৃথিবীর সকল উম্মাতে মুহাম্মাদীকে সে তেীফিক দান কর। হে আল্লাহ! আমাকে হাজ্জে মাকবুল করার তেীফিক দাও।
মহান আল্লাহ তায়ালা সকল মুসলমানদের হজ্জ করার তৌফিক দান করুন- আমিন
আল্লাহ আপনার মনের নেক বাসনা কে পূর্ণ করুন। তবে বিশেষ অনুরুধ হল দোয়াতে আমাদের শরীক রাখবেন।