লগইন রেজিস্ট্রেশন

অভিশপ্ত নারী নেতৃত্ব ও প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে আসতে হবে -পীর সাহেব চরমোনাই

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বৃহস্পতিবার, এপ্রিল ১৯, ২০১২ (১১:২৮ পূর্বাহ্ণ)

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ক্ষমতার মোহ ও দুনিয়াপ্রীতি কোন আলেম কেন ঈমানদারকে আচ্ছন্ন করতে পারে না। অভিশপ্ত নারী নেতৃত্ব ও প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে আসতে হবে। গতানুগতিক ও তাগুতের সহযোগিতা করা ঈমানের জন্য ক্ষতিকরক। যারা তাগুতের সহযোগিতা করে তারা প্রকৃতপক্ষে ইসলামের বিজয় চায় না। তিনি বলেন, ইসলামপ্রেমিক ও দেশপ্রেমিক আলেম, মাশায়েখ যারা সর্বদা আল্লাহকে ভয় করবেন এটাই সারকথা। তিনি বলেন, কুরআন-সুন্নাহ বিরোধী নারী নেতৃত্বের কবল থেকে বের হতে না পারলে কখনোই ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। তিনি গতকাল সোমবার পঞ্চগড় চিনিকল মাঠে আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আগামী ২০ এপ্রিল ঢাকায় মহাসমাবেশ সফল করার জন্য সর্বস্তরের জনতার প্রতি আহবান জানান

সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম, মুফতি জয়নুল আবেদীন, মুফতি সুজাউদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদ, ডা. শাহাজান ও রফিকুল ইসলাম প্রমুখ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৯১ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ১.০০)

৫ টি মন্তব্য

  1. অভিশপ্ত নারী নেতৃত্ব ও প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে আসতে হবে। গতানুগতিক ও তাগুতের সহযোগিতা করা ঈমানের জন্য ক্ষতিকরক। (F) (F) (F)

  2. ক্ষমতার মোহ ও দুনিয়াপ্রীতি কোন আলেম কেন ঈমানদারকে আচ্ছন্ন করতে পারে না। অভিশপ্ত নারী নেতৃত্ব ও প্রতিহিংসার রাজনীতির কবল থেকে বের হয়ে আসতে হবে। গতানুগতিক ও তাগুতের সহযোগিতা করা ঈমানের জন্য ক্ষতিকরক। যারা তাগুতের সহযোগিতা করে তারা প্রকৃতপক্ষে ইসলামের বিজয় চায় না। তিনি বলেন, ইসলামপ্রেমিক ও দেশপ্রেমিক আলেম, মাশায়েখ যারা সর্বদা আল্লাহকে ভয় করবেন এটাই সারকথা। (F) (F) (F)

  3. সম্ভব হলে audio বা video দিলে ভালো হয়।ধন্যবাদ।

  4. এই সমস্ত পোস্ট এই ব্লগে দেয়ার অর্থ কি? এখানে থেকে সাধারণ মানুষ কতটুকু ইসলামী খোরাক নিতে পারবে?

  5. চরমোনাই এর পীর সাহেব গত ইলেকশনের সময় “আওয়ামী লীগকে” সাপোর্ট করে, এ বিষয়টি কতটুকু সত্য?