লগইন রেজিস্ট্রেশন

ইসলাম জাহেলিয়াতের তাঁবেদারী মানে না – পীর সাহেব চরমোনাই

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বুধবার, মে ২৩, ২০১২ (৪:৩৩ অপরাহ্ণ)

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই পবিত্র কুরআনে আল্লাহ তায়ালার ঘোষণা উল্লেখ করে বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও মানবতার কাঙ্ক্ষিত মুক্তির একমাত্র গ্যারান্টি হলো ইসলাম। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সকল সংকীর্ণতা, ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার মোহ ত্যাগ করে উলামা-মাশায়েখকে এগিয়ে আসতে হবে। দ্বীনের তাগিদেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে শহরের আকদিয়া চৌরঙ্গির মোড়ে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ডা. মুখতার হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, শূরা সদস্য মোঃ জান্নাতুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আইয়ুব হোসেন মিনা, ডা. মোঃ নাসির উদ্দিন, নওমুসলিম মাওলানা শামসুল হক প্রমুখ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৮০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

১ টি মন্তব্য

  1. পীর সাহেব চরমোনাই পবিত্র কুরআনে আল্লাহ তায়ালার ঘোষণা উল্লেখ করে বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও মানবতার কাঙ্ক্ষিত মুক্তির একমাত্র গ্যারান্টি হলো ইসলাম। ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সকল সংকীর্ণতা, ব্যক্তি স্বার্থ ও ক্ষমতার মোহ ত্যাগ করে উলামা-মাশায়েখকে এগিয়ে আসতে হবে। দ্বীনের তাগিদেই জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে