আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঐতিহাসিক চরমোনাই মাহফিলের আজ ৩য় দিন ,এখনই সরাসরি দেখুন। www.CharmonaiVS.net
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ সোমবার, নভেম্বর ২৬, ২০১২ (২:৫৮ অপরাহ্ণ)
আজ ২৮ নভেম্বর মাগরিব বাদ এবং আগামী কাল ২৯ নভেম্বর ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।
আলহামদুলিল্লাহ।
লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত
মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।
মাহফিল সরাসরি সম্প্রচার করা হচ্ছে- www.CharmonaiVS.net এ ঠিকানায়।
এবং আমাদের সাথে ফেসবুকে সরাসরিও দেখতে পাবেন http://www.facebook.com/CharmonaiVS/app_196506863720166 এ ঠিকানায়।
আমীরুল মুজাহিদীন এবং নায়েবে আমীরুল মুজাহিদীনের মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-
আজ ২৬ নভেম্বর মাগরিব বাদ।
২৭ নভেম্বর ফজর ও মাগরিব বাদ।
২৮ নভেম্বর ফজর ও মাগরিব বাদ।
২৯ নভেম্বর ফজর বাদ মূল্যবান নসিহত এবং আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।
আল্লাহ তুমি কবুল করো।
@জাহিদ, আমিন।