লগইন রেজিস্ট্রেশন

যুদ্ধাপরাধী আন্দোলনে বাম-রামদের আনা-গোনা ও ইসলাম নিয়ে উস্কানি মূলক কথা বন্ধ করেত হবে

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ মঙ্গলবার, ফেব্রুয়ারি ১২, ২০১৩ (১২:৫৩ অপরাহ্ণ)

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় ঘোষনার পর শাহবাগ ব্লগারদের ডাকে যে আন্দোলন চলছে, তা আস্তে আস্তে কেমন যেন গোলাটে হয়ে যায় ।প্রথমে সেখানে ছিল নির্দলীয়-নিরপেক্ষ ভাবে এদেশের আম জনতার আন্দোলন।কিন্তু দিন যত যায় সেখানের পরিস্তিতি ততই এলোমেলো হতে শুরু করে।
সরকারের নাটকীয় রায় যা সবার কাছে দিবালোকের ন্যায় স্পস্ট।নাটকীয় রায়ের পর মানুষ এ রায়ের বিরুদ্ব্যে আন্দোলনে ফেটে পড়েন। যে আন্দোলনে কোন রাজনৈতিক হওয়ার কথা ছিলনা।
এরপরে শুরু হল সরকার দলীয় রাজনৈতিক নেতা সহ বাম-রামদের আনা-গোনা।বিভ্রান্তির মধ্যে পরে আম জনতা।
কারন আন্দোলন হচ্ছে যুদ্বাপরাধীদের বিরুদ্ব্যে।কিন্তু সেখানে এসে স্ব-ঘোষিত নাস্তিকেরা মেীলবাদীদের বিরুদ্বে শুরৃ করল বিষেদাগার।এখানে শেষ নয় তারা আবার ধর্মভীত্তিক রাজনীতি তথা ইসলামী রাজনীতি নিষিদ্বের দাবী তুলেছে। এখানে আম জনতার কেীতুহল আরো বেড়ে গেল।আসলাম কি জন্য আর নাস্তিকেরা বলছে কি?????
তাই আমরাও বলবো- নাস্তিকেরা সাবধান!!! মুসলিম প্রধান এদেশে মুসলমানদের ঈমান নিয়ে তামশা করার চেষ্টা করবে না।এর পরিনতি হবে অত্যন্ত ভয়াবহ।যে দাবীতে এসেছেন তা নিয়ে ক্ষান্ত থাকুন।ইসলাম-মুসলমানদের নিয়ে কোন রকম কটুক্তি করার চেস্টা করবেন না।যদি করেন যুদ্ধাপরাধীদের ফা‍সির দড়ি এদেশের মুসলিম জনতা নাস্তিক-মুরতাদ,বাম-রামদের গলায় জুলাবে।
পরিশেষে আবারও বলবো এ আন্দোলন যদি জনগনের আন্দোলন হয়ে থাকে,তাহলে তা যেন জনতার হাতেই থাকে।সম্পূন্য রাজনীতি মুক্ত থাকে।তাহলে বুঝা যাবে আন্দোলনের সফলতা বা ব্যার্থতা।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)