ওলামা-মাশায়েখ ও মুসলমানদেরকে নব্য নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান পীরসাহেব চরমোনাই
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ সোমবার, ফেব্রুয়ারি ১৮, ২০১৩ (৬:৩৫ অপরাহ্ণ)
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অন্যায়ভাবে গণহত্যা, ধর্ষণ বা লুটপাটের মত ঘৃন্য কাজ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে। কোন খুনী বা ধর্ষক কখনো প্রকৃত মুসলমান হতে পারে না এবং ইসলাম এসব অন্যায়কে সমর্থন করে না। কিন্তু একশ্রেণীর স্বঘোষিত নাস্তিক-মুরতাদরা যেভাবে ইসলাম, মুসলমান, আলেম-ওলামার বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছেন তা কোনভাবেই মেনে নেয়া যায় না। কোন অজুহাতেই নাস্তিক-মুরতাদদের আস্ফালন এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা মেনে নিবে না।
আজ এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই এ হুশিয়ারী উচ্চারণ করে বলেন, আজ বিভিন্ন জাতীয় পত্রিকায় সম্প্রতি খুন হওয়া ব্লগার রাজিবের (থাবা বাবা) লেখা আল্লাহ, রাসূল স. ও ইসলামের বিভিন্ন ইবাদত নিয়ে যে জঘন্য ও কুরুচিপূর্ন ব্লগসমূহ প্রকাশিত হয়েছে কোন মুসলমান এসব সহ্য করতে পারে না। তিনি সকল ধর্মপ্রাণ মুসলমানকে নাস্তিক ব্লগার রাজিবসহ অন্যান্য নাস্তিক মুরতাদদের সাম্প্রতিক অপতৎপরতা সম্পর্কে সজাগ থাকার আহবান জানান।
পীর সাহেব চরমোনাই নাস্তিকতার আস্ফালন বন্ধে দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ, ইমাম-মুয়াজ্জিন, মাদরাসার ওস্তাদসহ সকল দ্বীনদার মুসলমানকে নাস্তিক-মুরতাদ ও তাদের দোসরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান। সেইসাথে নাস্তিকদের পক্ষ থেকে উচ্চারিত ইসলামী দল নিষিদ্ধের দাবীকে প্রত্যখ্যান করে বলেন, বিশ্বের সকল দেশেই ধর্মভিত্তিক দল আছে, এমনকি পার্শ্ববর্তী ভারতেও ইসলামী দল আছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এদেশে ধর্মভিত্তিক দল আছে এবং থাকবে, প্রয়োজনে নাস্তিকদের আস্ফালন বন্ধে গণআন্দোলন গড়ে তোলা হবে। মুসলমানদের এদেশে কোন নাস্তিক মুরতাদের ঠাই হবে না।
পীর সাহেব চরমোনাই অবিলম্বে নাস্তিক মুরতাদদের অপতৎপরতা বন্ধে কার্যকরী ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় ঈমানদাররা মাঠে নামলে উদ্ভূত যে কোন পরিস্থিতির দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।