লগইন রেজিস্ট্রেশন

আল্লাহ ওয়ালাদের মিলন মেলা ঐতিহাসিক চরমোনাই মাহফিলের জিকিরের সাথে যোগদিন। আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৩ইং রোজ:রবি , সোম ও মঙ্গল বার।

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বুধবার, ফেব্রুয়ারি ২০, ২০১৩ (২:৫১ অপরাহ্ণ)

mahfil
আগামী ২৪,২৫ ও ২৬ ফেব্রয়ারী ২০১৩ইং রোজ: রবি , সোম ও মঙ্গল বার।
আলহামদুলিল্লাহ।
এখন থেকে লাখ লাখ মুসল্লির জিকিরে মুখরিত হচ্ছে চরমোনাই’র ময়দান।
সারা দুনিয়া থেকে সরাসরি দেখা যাবে www.CharmonaiVS.net
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক ভাইগণ আগত মুসল্লীদের খেদমতে প্রস্তুত হয়েছে। মুসলিম উম্মাহর রুহানিয়াত অর্জনের এ মার্কাজ চরমোনাই’র ময়দান আজ শুধু গুটি কয়েক লাখ মানুষ নয়; ছড়িয়ে পড়েছে কোটি মানুষের হ্নদয়ে।
মাহফিল সরাসরি সম্প্রচার করা হবে- www.CharmonaiVS.net এ ঠিকানায়।
এবং আমাদের সাথে ফেসবুকে সরাসরিও দেখতে পাবেন http://www.facebook.com/CharmonaiVS/app_196506863720166 এ ঠিকানায়।
আমীরুল মুজাহিদীন এবং নায়েবে আমীরুল মুজাহিদীনের মাহফিল প্রতিদিন শুনতে পারবেন-
২৪ ফেব্রয়ারী যহোর বাদ উদ্বোধনী বয়ান দিয়ে মাহিফল শুরু হবে ইনশাআল্লাহ। এবং বাদ মাগিরব।যহোর নামাজ শুরু হবে- ২.০০টা।
২৫ ফেব্রয়ারী ফজর ও মাগরিব বাদ।
২৬ ফেব্রয়ারী ফজর ও মাগরিব বাদ।
২৭ ফেব্রয়ারী ফজর বাদ মূল্যবান নসিহত এবং আখিরি মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে ইনশা আল্লাহ।ফজর বাদ মূল্যবান নসিহত পেশ ও আখেরি মুনাজাত পরিচালনা করবেন- আমিরুল মুজাহিদ্বীন, হযরত পীর সাহেব হুজুর চরমোনাই।

২৫ ফেব্রয়ারী মাগিরব বাদ এবং ২৬ ফেব্রয়ারী বাদ ফজর বয়ান করবেন-নায়েবে আমিরূল মুজাহিদ্বীন আল্লামা মুফতী সৈয়দ ফয়জুল কারিম সাহেব।
সময়সূচির মধ্যে বাকি সময় মাহফিল করবেন হযরত পীরসাহেব চরমোনাই।
এছাড়া আরো মূল্যবান নসিহত পেশ করবেন দেশ-বিদেশ থেকে আগত বিভিন্ন শায়খুল হাদীস,মুফাসসিরেকরাম,ওলামায়েকরাম,পীর-মাশায়েখগণ।
২৫ ফেব্রয়ারী সকাল ১০টা ওলামা ও শুধি সমাবেশ।
২৬ ফেব্রয়ারী সকাল ১০টা ছাত্র-জনতা সমাবেশ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৩৬৫ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

১ টি মন্তব্য

  1. (F) (F) হে আল্লাহ! এই মাহফিলকে হিদায়াতের জরিয়া হিসাবে কবুল করুন। (F) (F)