লগইন রেজিস্ট্রেশন

গুটিকয়েক নাস্তিকের হরতালে ঈমানদার জনতার লংমার্চ বন্ধ হবে না -মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ শুক্রবার, এপ্রিল ৫, ২০১৩ (১০:১৭ পূর্বাহ্ণ)

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, অলি-আউলিয়াদের এই ভুখন্ডে কোন নাস্তিক মুরতাদের ঠাই হবে না। দেশব্যাপী যখন ঈমানদার জনতা নাস্তিকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আল্লামা আহমাদ শফী আহুত ৬ এপ্রিলের লংমার্চের জন্য প্রস্তুতি নিচ্ছে তখন বাম-রামরা একত্রিত হয়ে বাধা সৃষ্টির ষড়যন্ত্র করছে।

তিনি অবিলম্বে বাম সংগঠনকে হরতাল প্রত্যাহারের আহবান জানিয়ে বলেন, নতুবা তৌহিদী জনতার আন্দোলনের স্রোতে আপনাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। মুফতী ফয়জুল করীম ঈমানদার দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধভাবে নাস্তিকদের প্রতিরোধে ৬ এপ্রিলের লংমার্চ কর্মসূচি পালনের আহবান জানান।

গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা কার্যালয়ে আয়োজিত ওলামা ও সূধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম এসব কথা বলেন। জেলা সভাপতি মাওলানা হোসাইন আহমাদ-এর সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলম। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাওলানা হাসীবুর রহমানসহ অন্যান্য ওলামায়ে কেরাম।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
৭৩ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars ( ভোট, গড়:০.০০)