লগইন রেজিস্ট্রেশন

যখন আমার উম্মাত ১০টা কাজ করবে,তখন তাদের উপর বিপদ নেমে আসবে

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ রবিবার, এপ্রিল ২৮, ২০১৩ (৭:১২ অপরাহ্ণ)

রাসূল (সঃ) বলেছেনঃ “যখন আমার উম্মাত ১০টা কাজ করবে,তখন তাদের উপর বিপদ নেমে আসবে। রাসূল (সঃ) কে জিজ্ঞাসা করা হলো

হে রাসূল (সঃ), কাজগুলো কি কি? তিনি বললেনঃ

○ যখন রাস্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পত্তি মনে করা হবে।

○ যখন আমানত হিসেবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে (অর্থাৎ আত্মসাৎ করা হবে)

○ যাকাতকে জরিমানা মনে করা হবে।

○ স্বামী যখন স্ত্রীর আনুগত্য করবে এবং মায়ের অবাধ্য হবে।

○ বন্ধুদের প্রতি সদাচারী ও পিতার সাথে দুর্ব্যবহারকারী­ হবে।

○ মসজিদে হৈ চৈ হবে।

○ জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী।

○ মানুষকে তার ক্ষতির আশংকায় সম্মান করা হবে।

○ গায়ক-গায়িকা ও বাদ্যযন্ত্রের হিড়িক পড়েযাবে।

○ উম্মাতের পরবর্তীরা পূর্ববর্তীদের অভিশাপ দেবে তখন আগুনের বাতাস আসবে,মাটির ধস নামবে ও দেহের বিকৃতি ঘটবে।”

সহীহ তিরমিযী হযরত আলী (রাঃ) থেকে বর্ণিত।

আততারগীব ওয়াত তারহীব- ৩য় খন্ড (১৫৪১)

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
২১০ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)