হেফাজাতের ভিতরে থাকা যে আলেমদের ব্যাপারে সচেতন আলেমদের অভিযোগ ছিল শুরু থেকে
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বৃহস্পতিবার, অগাষ্ট ২২, ২০১৩ (৪:২৩ অপরাহ্ণ)
হেফজাতে ইসলাম একটি অরাজনৈতিক ইসলামী সংগঠন। যখন বাংলাদেশের আলেম-ওলামা এবং ইসলামী দল গুলো অভ্যন্তরিন কোন্দল আর প্রতি হিংসার কারনে নিজেদেরকে এক প্লাট ফর্মে এনে নিজেদের ঐক্যবদ্ব্য ভাবে দ্বীনের স্বার্থে কাজ করতে ব্যার্থ।তখন বাংলাদেশের আকাশে হেফাজাতে ইসলাম সংগঠনটি ইসলাম ও মুসলমানদের জন্য একটি আশার প্রদীপ হিসাবে ফুটে উঠেছিল।
কিন্তু শুরু থেকেই কিছু স্বার্থন্বেষী মহল এই মহান সংগঠনটিকে নিজেদের হীন স্বার্থে ব্যাবহারের জন্য আধা-জ্বল খেয়ে নিলর্জ্জ ভাবে অন্য ইসলাম বিদ্বেষী সংগঠনের দালালি করে চলছে।
হেফাজাতের যে সকল মহান ব্যাক্তিগন হেফাজাতকে আল্লাহ ও তাঁর প্রিয় রাসুল সা. এর শান রক্ষার্তে জানা-মাল কুরবান করার প্লাট ফর্ম তৈরি করেছিল , তারা এখন সুবিধাবাদী দালালদের এই হীন কার্জ উপলব্দি করতে পেরে তাদের ব্যাপারে দ্রত পদক্ষেপ নেওয়া শুরু করছে।
http://www.banglamail24.com/index.php?ref=ZGV0YWlscy0yMDEzXzA4XzIwLTY0LTUwMzc3