লগইন রেজিস্ট্রেশন

আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সাথে সর্ম্পক থাকলে দুনিয়া-আখেরাত দু’জাহানের উপকার

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৩ (৪:১৭ অপরাহ্ণ)

সপ্তাহ খানিক পূর্বে একদিন অফিস শেষ করে বিকাল ৫.০০ টার পর অফিস থেকে কোম্পানীর গাড়িতে ঢাকার উদ্যেশে যাত্রা শুরু করলাম।অফিস থেকে বের হয়ে আধা কিলোমিটার যাোয়ার পর দেখলাম আমাদের অফিস সহকারি বাজার করার জন্য অফিস থেকে ২ কিলোমিটার দুরে মাস্টার বাড়ি বাজারের উদ্দেশ্য পায়ে হেটেই তার চলছে।
আমরা তাকে দেখে আমাদের গাড়ি থামালাম।তাকে গাড়িতে তুলে নিয়ে আবার আমাদের পথ চলা শুরু হল। তার সাথে আমাদের কিছুক্ষন আলাপ-আলোচনা হল।আমরা আমাদের মত সামনে অগ্রসর হতে থাকলাম।
আমার পাশে ছিলেন আমাদের কোম্পনীর পি এম সাহেব।ভদ্র লোকের নাম জাহিদ।উনি একজন সাধারন শিক্ষিত আধুনিক লোক ছিলেন। বর্তমানে উনি অনেক ধার্মিক মানুষ।বেশ কয়েক দিন হলো আল্লাহর করুনা গায়ে সুন্নাতি লেবাস দারন করেছে।
আমি তাকে বললাম – জাহিদ ভাই! সম্পর্ক থাকার কারনে আজ উনাকে আমরা পথ থেকে তুলে আমাদের গাড়িতে উঠিয়ে নিয়েছি। উনার কস্ট লাগব হল।
ঠিক এভাবে কিয়ামতের ময়দানে এমনই হবে। দরুন দুনিয়াতে আপনার সাথে আমার খুব সম্পর্ক। কিন্তু হাশরের ময়দানে হয়তো আমি জাহান্নামী হবো আর আপনি জান্নাতি হবেন। আপনি জান্নাতে যাোয়ার পথে দেখবেন জাহান্নামের ফেরেস্তারা আমাকে জাহান্নামে টানা-টানি করছে। তখন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন- হে পরোয়ারদেগার!উনি আমার বন্ধু মানুষ।উনার সাথে আমার দুনিয়াতে খুব সম্পর্ক ছিল। হে মহান মালিক! আমি জান্নাতে যাচ্ছি।অথচ আমার বন্ধু জাহান্নামে যাবে! হে আল্লাহ!আজকে আমার ফরিয়াদ কবুল কর।দয়া করে আমার বন্ধুকে তুমি ক্ষমা করে দাো।তাকে জান্নাত বাসি করে দাো।
আল্লাহ পাক জান্নাতি বান্দার ফরিয়াদে এ রকম হাজার হাজার জান্নাতে বান্দাকে ক্ষমা করে দিবেন।
এ জন্য নেককার আল্লাহর প্রিয় বান্দাদের সাথে সম্পর্ক থাকলে দু’জাহানে ফায়দা হাসিল করা যায়। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর নেককার বান্দাদের সঙ্গী হ োয়ার তেীফিক দান করুন।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১২৯ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)