লগইন রেজিস্ট্রেশন

মিনার হতে ডাক এসেছে সারাদেও হে ণওজায়ান

লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ রবিবার, ফেব্রুয়ারি ১৩, ২০১১ (১২:৩৩ অপরাহ্ণ)

আসসালামু আলাইকুম,
সত্য সমাগত মিথ্যা অপসারিত । এ মহান সত্য বুকে নিয়ে মুসলমান বেছে আছে থাকেব। আজ যেভাবে বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের নিয়ে একের পর এক চক্রান্ত চলছে , ৯০% মুসলমানের দেশে ইসলাম থাকবে কি থাকবেনা , মুসলমান তার অধিকার নিয়ে বেচে থাকতে পারবে কি পারবেনা , সেই প্রশ্নের সম্মূখিন । র্ধম নিরপেক্ষর নামে ইসলাম ও মুসলমান ধ্বংসের গভীর ষড়যন্ত্র চলছে । র্ধম নিরপেক্ষর ধারক বাহকদের তিউনিসিয়া, মিশর থেকে এখন শিক্ষা নেওয়ার সময় এসেছে, তা না হলে পালাবার জায়গা পাবেনা । বাংলাদেশ মুসলমানের দেশ । এ দেশের মাটির নীচে ঘুমিয়ে আছে শাহ্ জালাল , শহ্ পরান , শাহ্ মাখদুম , খান জাহান, কেরামত আলী, হাফেজ্জি হুজুর , পীরিজ হুজুর , সৈয়দ ফজলুল করিম (রঃ) সহ হাজারো বুযূরগানেদ্বীন । এ সকল বুযুর্গদের লাখো উত্তরসূরি আজ ও জিন্দা আছে । যাহারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কে জিন্দা করার স্বপ্ন বুকে নিয়ে বেছে আছে । যাহাদের একান্ত তামান্না,” হয়ত শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত”। এ সকল মর্দে মুজাহিদেরা যদি একবার হুংকার দিয়ে ময়দানে নেমে যায় , তাহলে বাতিল শক্তি পালবার জায়গা পাবেনা। প্রিয় মুসলমান বন্দ্বুগন ! আসুন আমরা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য ঐক্যবদ্ব্য হই । আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য প্রয়োজন আমাদের সাচ্ছা ঈমান, সাহাবাওয়ালা ঈমাণ। মুসলমানদের কখনও অস্ত্র দিয়ে , জনবল দিয়ে বিজয় লাভ করেনি, বরং বিজয় লাভ করেছেন ঈমানের মাধ্যমে । আল্লাহপাক বলেন – তোমাদের ভয় নাই, চিন্তার কোন কারন নাই, তোমরাই সফলকাম হবে , যদি তোমরা মমিন হও । আল্লাহ পাক এখানে অস্ত্র জনবলের কথা বলেননি , বরং ঈমান ওয়ালা চেয়েছেন । আসুন আমরা ঈমানকে মজবুত করে সংঘবদ্ব্য হই । বিশেষ ভাবে যুবক ভাইদের কে বলবো, আপনারাই এ জাতির ভবিষ্য কর্ণধার । আপনাদের কে হাল ধরতে হবে এ জাতির।
কবি বলেন – উষার রাতের অনাবাদি মাঠে ফলাবে ফসল যারা
দিগ-দিগন্তে তাদের খুজিয়ে পিরছে সর্ব হারা ।
সর্বশেষ মহান প্রভূর দরবারে ফরিয়াদ ! তিনি যেন আমাদেরেক সহি বুঝ দান করুন । বিশেষ করে যাহারা মুসলমানের সন্তান হওয়া সত্বেও নাস্তিকদের সাথে তাল মিলিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্বে কথা বলে , হে মহান প্রভূ ! মেহেরবানি করে এদের হেদায়েত দিন নতুবা এদের ব্যাপারে ফয়সালা করুন ।

Processing your request, Please wait....
  • Print this article!
  • Digg
  • Sphinn
  • del.icio.us
  • Facebook
  • Mixx
  • Google Bookmarks
  • LinkaGoGo
  • MSN Reporter
  • Twitter
১৫৪ বার পঠিত
1 Star2 Stars3 Stars4 Stars5 Stars (ভোট, গড়: ৫.০০)

৬ টি মন্তব্য

  1. আবেগময় লেখা , ধন্যবাদ ।

    এম এম নুর হোসেন

    ধন্যবাদ , আবেগময় নয়, আরাকান ,কাশ্মীর , আফগান,ফিলিস্তিন ,বচনিয়া ,চেচনিয়া সহ সারা পৃথিবীর মুসলমানের অধঃপতন দেখে আজ ক্ষত-বিক্ষত ।বড়ই কেলান্ত এ বিবেক । আপনিও একটু ভাবুন ।

  2. ধন্যবাদ। ধর্ম নিরপেক্ষতা বলতে তারা যদি প্রত্যেকের ধর্ম পালনে স্বাধীনতা বুঝায় তাহলে এটাতো ইসলাম ধর্মের নির্দেশ। মুলত তাদের কথা ভাল কিন্তু মতলব খারাপ।

    এম এম নুর হোসেন

    @rasel ahmed,আসসালামু আলাইকুম। প্রত্যেকের ধর্ম পালনে স্বাধীনতার জন্য ধর্ম নিরপেক্ষতার প্রয়োজন হয় না। ইসলামী রাষ্ট্র ব্যাবস্থা কায়মে হলে ঐ রাষ্ট্র প্রধানের দায়িত্ব ও কর্তব্য হল সংখ্যা লঘুদের জান,মাল ও র্ধম পালন সহ সার্বিক নিরাপত্তা দেওয়া । ৯৫% মুসলমানের দেশে, বিশষে করে বাংলাদেশেরমত একটি সব ধর্মের লোকের শান্তিতে সহবাস্থান র্পূণ্য দেশে ধর্ম নিরপেক্ষতার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করিনা । ধর্ম নিরপেক্ষতা নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র ব্যাবস্থা ইসলাম হওয়াই যুক্তিযুক্ত । আশা করি আপনি আমার সাথে একমত হবেন । ধন্যবাদ

  3. ধর্ম নিরপেক্ষতা নয়, বরং বাংলাদেশের রাষ্ট্র ব্যাবস্থা ইসলাম হওয়াই যুক্তিযুক্ত । (Y) (Y) (Y)