হযরত জুনায়েদ বাগদাদী রহঃ এর আল্লাহ প্রেম
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ সোমবার, ফেব্রুয়ারি ৭, ২০১১ (৩:৫৭ অপরাহ্ণ)
শায়খ আবু বকর কাতায়ী রহঃ বলেন, একবার হজ্জের মওসুমে সুফিয়ানে কেরামের মাঝে `মহব্বত` নিয়ে আলোচনা উঠল । বড়রা এ ব্যাপারে বিভিন্ন মত প্রকাশ করলেন । হযরত জুনায়েদ রহঃ সবার চোয়ে বয়সে ছোট ছিলেন । সকলে তাঁকে বললেন , তোমার যা মনে আশে তা তুমি বলেত পারো ।হযরত জুনায়েদ রহঃ মাথা নিচের দিকে ঝুকিযে কাদতে লাগলেন । অতঃপর বললেন , প্রেমিক ঐ ব্যাক্তি, নিজের বলতে যার কোন কিছু নেই ।সে সবর্দা আল্লাহর জিকিরে মশগুল থেকে তাঁর হক সমূহ আদায় করে ।সে দেখতে পায় , তার অন্তর ঐশী প্রেমের আলোয় উদ্ভাসিত । তার একমাত্র সুপেয় পানীয় হল, আল্লাহর মহব্বত ।স্বয়ং আল্লাহ্ পাক তার জন্য অদৃশ্য জগত থেকে আত্নপ্রকাশ করেন ।সে কথা বললে একমাত্র আল্লাহ্ র সঙ্গেই কথা বলে ।যদি নড়াচড়া করে তাহলে আল্লাহর নির্দেশেই নড়াচড়া করে ।সে প্রশান্তি পেলে একমাত্র আল্লাহর কাছেই প্রশান্তি পায় । সে সবর্দা আল্লাহর সঙ্গেই থাকে ।হযরত জুনায়েদ বাগদাদী রহঃ এর কথা শুনে সকল সুফিয়ানে কেরাম কাদঁতে লাগলেন । অতঃপর বললেন,তারচেয়ে বেশি আর কে মহব্বত সম্পর্কে বয়ান করতে পারবে ? এবং বললেন , হে তাজুল আরেফিন ! আরেফগনের মাথার তাজ আল্লাহ্ তেমাকে আরো বেশি জ্ঞান বুদ্বি দান করুন ।
thank you
jahid
আল্লাহ ওয়ালাদের আল্লাহর সাথে কত গভীর সম্পর্ক। আল্লাহ তায়ালা আমাদের তাওফিক দান করুন আমরাও যেন আল্লাহ কে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জাযাকাল্লাহ।
@rasel ahmed, আল্লাহ্ পাক আপনার মনের আশা পূরন করুন এবং আমাদের জন্য দোয়া করুন ।
উনারাই ছিলেন সত্যিকার অর্থে আল্রাহ প্রেমিক। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে কবুল করুন। আমীন