শয়তান মমিনের চির দুশমন
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১০, ২০১১ (৩:২৮ অপরাহ্ণ)
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয়তম সাহাবি হযরত মুয়াবিয়া (রাঃ) । একদিন তাহাজ্জুদ নামাজ পড়েত উঠতে পরেননি এ মহামানব । যাহাদের কাছে আল্লাহ ও তাঁর প্রিয় রাসুলের সন্তুস্টি অর্জন চিল জিবনের সবচেয়ে বড় পাওয়া । যারা আল্লাহ ও তাঁর প্রিয় রাসুলের সন্তুস্টি অর্জনের জন্য জীবন কুরবান দিতে কুন্ঠাবোধ করেন না । সে মহা মানবদের অন্যতম একজন হযরত আমিরে মুয়াবিয়া (রাঃ) । তিনি তাহাজ্জুদ পড়েত উঠেত পারেননি আজ । ফজরের ওয়াক্ত শুরু হয়ে গেল ।তিনি উঠলেন ঘুম থেকে । তাঁর কলিজাটা টুকরা টুকরা হয়ে গেল । অসহায় নিস্পাপ শিশুর মত কান্না শুরু করেলন তিনি । সে কি কান্না । কাকুতি মিনতিতে ভরপুর ।………………………………. চলবে
১২৪ বার পঠিত
তারাতো আল্লাহর প্রিয়বান্দা ছিলেন , তাদের একটি নেক আমল ছুটে যাওয়ার কারনে কান্নায় দু’চোখ ভাসিয়ে দিতেন , আমাদের দিল পাথর হয়ে গেছে , হাজারো গুনাহ্ করেও আমাদের চোখে পানি আসেনা । দোয়া করবেন, আমরাযেন আল্লাহ্ পাকের ঐ সমস্ত বান্দাদের পথ অনুসরন করতে পারি ।
@jahid, শুকরিয়া ,সত্যিই বলেছেন , আমার জন্য ও দোয়া করবেন ।
কি ভাই একটি শ্টেসনে এসে থামলে ভাল হয়। আপনাকে ধন্যবাদ।
@মুসাফির, শুকরিয়া , পরার্মশের জন্য । আসলে একদিকে সমেরে অবাব , অন্যদিকে লোডশেডিং । দোয়া করবেন । আমার কাছ্ও খারাপ লাগে ।
ALLAH ta’ala amader sokolke arokom amol korar moto taufiq dan korun. (amin)
@hafes_alamin, ।আল্লাহ্ পাক কবুল করুন । (আমিন)