ছয় কাজের বিনিময়ে জান্নাতের গ্যারান্টি
লিখেছেন: ' এম এম নুর হোসেন' @ শনিবার, মার্চ ৫, ২০১১ (১২:১০ অপরাহ্ণ)
হযরত উবাদা বিন সামিত (রাঃ) বর্ননা করেন , নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা আমাকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও; আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাবো ।
১। যখনই কথা বলবে , সত্য কথা বলবে ।
২। যখনই ওয়াদা করবে , পূরন করবে ।
৩। যখনই তোমাদের কাছে আমানত রাখবে , তা আদায় করবে ।
৪। তোমাদের লজ্জা স্থানগুলো হিফাজত করেব ।
৫। চোখগুলো অবনমিত রাখবে ।
৬।হাত গুলো নিয়ন্ত্রিত রাখবে । (মিশকাত শরিফ)
আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশের যোগ্যতা দান করেছিলেন । ইহা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিযা স্বরুপ । এ হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়টি বিষয়ের উল্লেখ করেছেন । এ ছয়টি বিষয় এমন যে ,এগুলোর উপর পুরাপুরি আমল করলে দ্বীনের উপর চলা অনেক সহজ হয়ে যায় । আল্লাহ পাক আমাদেরকে পুরাপুরি দ্বীনের উপর চলার তৌফিক দান করুন ।(আমিন)
Allah jeno amader asokol kaj korar taufiq dan koren. (Amin)
আল্লাহ আমাদের তাওফিক দান করুন।
ভাল লিখেছেন। ধন্যবাদ আপনাকে
হাদীসের উপর আমার কোন অবিশ্বাস নেই। কিন্তু আমার কথা হল এগুলি পালন করলেই যদি জান্নাত নিশ্চিত হয়ে যায় তাহলে নামাজ, রোযা, হজ্ব ইত্যাদির কি প্রয়োজন?
তাছাড়া এ গুলি তো অনেক অমুসলিমরা ও পালন করে তাহলে তারাও কি জান্নাতে যাবে? ধন্যবাদ আপনাকে।
@humaid, শুকরিয়া , প্রিয় ভাই ! আপনি নিশ্চয় হাদিসে দেখেছেন এখানে ইসলামের ৫ টি রোকনের একটি ও নাই ।অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: তোমরা আমাকে ছয়টি বিষয়ের নিশ্চয়তা দাও; আমি তোমাদের জান্নাতের জামিন হয়ে যাবো । আমি অবশ্যই লিখেছি , আল্লাহ পাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশের যোগ্যতা দান করেছিলেন । ইহা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিযা স্বরুপ। হয়তবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫টি রোকন পালনের পর এই ছয় কাজের কথা বলেছেন , অথাবা কোন মমিন যখন এ ছয়টি কাজ করবে , তখন তার মধ্যে সম্পূর্ন আমলের যোগ্যতা এসে যাবে । এ ব্যাপারে আল্লাহ তাঁর রাসূল ভাল জানেন ।আর আপনি বলেছেন- এ গুলি তো অনেক অমুসলিমরা ও পালন করে তাহলে তারাও কি জান্নাতে যাবে? আপনি হয়তো জানেন জান্নাতে যাওয়ার জন্য ১ম শর্ত ঈমান ।ঈমান ব্যাতিত কোন আমল আল্লাহর কাছে গ্রহন যোগ্য নয় । আল্লাহ পাক আমাদের কে ছহি বুঝ দান করুন । (আমিন)
@এম এম নুর হোসেন, আপনাকে ধন্যবাদ।